ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশনের উদ্যোগে হাওড়ায় হয়ে গেল শিশুদের অঙ্কন প্রতিযোগিতা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৮ জানুয়ারী '২৩):- সরস্বতী পুজোকে উপলক্ষ্য করে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর হাওড়া শাখা [West Bengal Oxygen Foundation (Howrah Chapter)]-র উদ্যোগে গতকাল হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন অঞ্চলে দশ বছর পর্যন্ত শিশুদের নিয়ে হয়ে গেল এক বয়স ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা। 


'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের অন্যতম সদস্য ও হাওড়া শাখার সভাপতি সৌম্য দলুই [Soumya Dolui, Trustee WBOF & President (Howrah Chapter)] জানান, "এই বছর আমাদের অঙ্কন প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতির অন্যান্য মাধ্যমে শিশুদের উৎসাহ বৃদ্ধির লক্ষেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সফল করার জন্য সঞ্জয় বিশ্বাস, আলাপন সরকার, সুমন সোম-এর সহযোগিতা অনস্বীকার্য।
প্রতি বিভাগের পাঁচজনকে পুরস্কৃত করার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়েছে।"

Comments