ইলেক্ট্রো হোমিওপ্যাথির উপর একদিনের সেমিনার হয়ে গেল যাদবপুরে


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৪ জানুয়ারী '২৩):- 'ইলেক্ট্রো হোমিওপ্যাথি' (Electro Homoeopathy) চিকিৎসা পদ্ধতির জনক কাউন্ট সিজার মাত্তি (Count Caesar Mattei)-র ২১৪ তম জন্মদিনকে উপলক্ষ্য করে 'ইন্সটিটিউট অব ইলেক্ট্রো হোমিওপ্যাথি মেডিক্যাল সায়েন্স অ্যাণ্ড রিসার্চ সেন্টার' (Institute of Electro Homoeopathy Medical Science & Research Centre) তাদের যাদবপুর কার্যালয়ে আজ দিনভর এক সেমিনার আয়োজন করেছিল।


সেমিনারের ফাঁকে ফাঁকে গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডাঃ কৌশিক গড়াই জানান, "এই চিকিৎসা ব্যবস্থার অনেক গুণাগুণ থাকলেও দেশের মধ্যে শুধুমাত্র রাজস্থান ছাড়া অন্য কোনো রাজ্য বা জাতীয় স্তরে এখনো মান্যতা দেওয়া হয়নি বা প্রথাগত চিকিৎসা ব্যবস্থা রূপে স্বীকৃতি দেওয়া হয় নি। আর ঠিক সেই কারণেই সমগ্র দেশে 'ইলেক্ট্রো হোমিওপ্যাথি'-কে সার্বিকভাবে চিকিৎসা পদ্ধতি হিসেবে প্রয়োগ করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে 'ইন্সটিটিউট অব ইলেক্ট্রো হোমিওপ্যাথি মেডিক্যাল সায়েন্স অ্যাণ্ড রিসার্চ সেন্টার'। 

আজকের সেমিনারে বিভিন্ন শারীরিক সমস্যা এবং সমস্যায় 'ইলেক্ট্রো হোমিওপ্যাথি'-র ভূমিকা নিয়েও বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কৌশিক গড়াই ছাড়াও উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের সচিব সুশান্ত চ্যাটার্জি, আহ্বায়ক ধীমান মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন শুভশ্রী দাস অর্জুন সিং ছাড়াও গবেষণা কেন্দ্রের একাধিক চিকিৎসক, গবেষক ছাড়াও একাধিক বরেণ্য ব্যক্তি।

Comments