শুক্লা চতুর্থীতে উন্মোচিত হল আমহার্স্ট স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটির মাতৃ প্রতিমা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৪ জানুয়ারী '২৩):- শুক্লা চতুর্থীর শুভ সন্ধ্যায় সাংসদ মালা রায় (Mala Roy, Member of Parliament), পশ্চিমবঙ্গ সরকারের অর্থ (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য [Candrima Bhattacharyay, MoS Finance (Independent Charge), Health & Family Welfare, Refugee & Rehabilitation, Government of West Bengal]-এর উপস্থিতিতে উন্মোচিত হল 'আমহার্স্ট স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি' (Amherst Street Vidyasagar Memorial Society)-র আরাধিত সরস্বতী প্রতিমার মৃন্ময়ী রূপ।

'ইন্দিরা রাজীব মেমোরিয়াল'-এর সহযোগিতায় এই বছর বাগদেবীর আরাধনা করছে 'আমহার্স্ট স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি'।
'আমহার্স্ট স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি'-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর তাদের পুজো ৩১ বছরে পদার্পণ করল।

পুজো আয়োজক সংস্থার তরফ থেকে সম্পাদক পিয়াল চৌধুরী (Piyal Chowdhury, Secretary, Amherst Street Vidyasagar Memorial Society) জানিয়েছেন, "সাংসদ, রাষ্ট্রমন্ত্রী ছাড়াও মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন তথা পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি (Smita Baksi, Former MLA), কোলকাতা পৌরনিগমের ৩৭ নং ওয়ার্ডের পৌরমাতা ও আয়োজক সংস্থার সভানেত্রী সোমা চৌধুরী (Soma Chowdhury, Councillor, Ward Number 37, Kolkata Municipal Corporation & President, Amherst Street Vidyasagar Memorial Society) প্রমুখ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।"

Comments