কোলকাতায় শুরু হল দ্বিতীয় ওয়ামা কাপ ২০২৩


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৮ জানুয়ারী '২৩):- 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কেওকুসিন-কৈকান ক্যারাটে' (ভারত) [International Federation of Kyokushin-Kaikan Karate (India)] সংক্ষেপে আই এফ কে কে (ভারত)[IFKK(India)]-এর পরিচালনায় এবং আই এফ কে কে (ভারত)-এর ব্রাঞ্চ চিফ সেনসাই অজয় হালদার [Sensei Ajoy Halder, Branch Chief, IFKK (India)],-এর উদ্যোগে কোলকাতার ভবানীপুর এলাকার খালসা ইংলিশ হাইস্কুলের প্রাঙ্গণে আজ থেকে শুরু হল দু'দিনের 'দ্বিতীয় ওয়ামা কাপ ২০২৩' (2nd Oyama Cup 2023)।


আয়োজকদের বক্তব্য অনুযায়ী, "অসম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, মেঘালয়, বিহার, পশ্চিমবঙ্গ আদি ৭ টা রাজ্য ও উত্তর বঙ্গ ও মুম্বই-এর মতো পৃথক দুই শহর থেকে ৩০০ প্রতিযোগী ও প্রতিযোগিনীদের নিয়ে চলছে দ্বিতীয় ওয়ামা কাপ ২০২৩। প্রতিযোগিতা চলবে আগামী কাল সন্ধ্যা পর্যন্ত।"

আইএফকেকে (ভারত)-এর শাখা প্রধান সেনসাই অজয় হালদার জানিয়েছেন, "প্রতি ৪ বছর অন্তর হয় এই প্রতিযোগিতা। বয়স ও ওজন অনুসারে ৩০ টা বিভাগে চলছে 'দ্বিতীয় ওয়ামা কাপ ২০২৩'। প্রত্যেক প্রতিযোগিতা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনসাই শামসুল আনসারি, দেবাশিস পাত্র, দীপঙ্কর মাইতি ও দেবজিৎ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

Comments