রেখা দুগারের লেখা ৪ একর গ্রন্থ প্রকাশ করলেন দেবশ্রী রায়


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৫ জানুয়ারী '২৩):- গতকাল কোলকাতার 'ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস' সংক্ষেপে 'আই সি সি আর' (Indian Council for Cultural Relations @ ICCR, Kolkata)-এ এক নাতিদীর্ঘ অনুষ্ঠানের মাধ্যমে লেখিকা রেখা দুগার (Rekha Dugar, Author)-এর '৪ একর' (4 Acres) গ্রন্থ লোকার্পণ করলেন বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy, Actress cum MLA)।

এক অকর্মণ্য পরিবারের ৩ চরিত্রের উত্থান পতনময় জীবন স্থাপত্যের পটভূমিকে আশ্রয় করে লেখা রেখা দুগার-এর '৪ একর' এমন এক আকর্ষণীয় রচনা যা বাস্তবে পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারক।
লেখিকা তাঁর কলমের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে এমন এক কাহিনীর জাল বিস্তার করেছেন যা প্রতি মুহূর্তে পাঠকদের সুখ, আঘাতজনিত বেদনা ও অন্যান্য সম্ভাব্য অনুভূতি নিয়ে খেলতে বাধ্য।

গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী দেবশ্রী রায় ছাড়াও উপস্থিত ছিলেন সুনীতা সেন, গৌতম সরকার, মহুয়া রায়, ঋদ্ধি, অভিরূপ সেনগুপ্ত, সায়ন্তন দাস, পাপড়ি জৈন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments