কৃতবিদ্য ব্যক্তিদের মুখাবয়বের আলোকচিত্র সহযোগে ক্যালেণ্ডার প্রকাশ করল আই ডি সি

এম রাজশেখর

কোলকাতা (১৫ জানুয়ারী '২৩):- সমগ্র ভারত যখন আজ সগৌরবের সাথে একযোগে 'মকর সংক্রান্তি' ও 'ভারতীয় স্থলসেনা দিবস' (Indian Army Day) পালন করছে তখন সন্ধ্যা থেকে হাওড়া পুলিস কমিশনারেটে অন্যরকমের এক আনন্দ ছড়িয়ে পড়ল।

আজ সন্ধ্যাতেই হাওড়া পুলিস কমিশনারেটের অন্যতম বরিষ্ঠ আধিকারিক তথা দুঁদে পুলিস কর্তা দ্যুতিমান ভট্টাচার্যের মুখাবয়ব সহ ২০২৩ সালের এক ক্যালেণ্ডারের আনুষ্ঠানিক প্রকাশ ঘটেছে।

নিউ গড়িয়া অঞ্চলের এক ক্লাবে নাতিদীর্ঘ অনুষ্ঠানের মধ্যে দিয়ে 'ইন্টিরিয়র ডিজাইন কনসালটেন্সি' সংক্ষেপে 'আই ডি সি' (Interior Design Consultancy @ I D C) প্রকাশ করেছে এক টেবিল ক্যালেণ্ডার, যার ফেব্রুয়ারী মাসের পাতায় জ্বলজ্বল করছে হাওড়া পুলিসের উপ নগরপাল (মুখ্যালয়) দ্যুতিমান ভট্টাচার্য [Dyutiman Bhattacharyay, DCP (HQ), Howrah]-র ছবি।
'আপনাদের ভয়কে আমরা বুঝে নেব' (We face what you fear) এই ট্যাগ লাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে দ্যুতিমান ভট্টাচার্য-র ছবি।

টেবিল ক্যালেণ্ডারের প্রথম পাতায় সংস্থার লোগো সমেত ২০২৩ সালের জানুয়ারী মাসের দিনপঞ্জিকা গেলেও, পরের ১০ টা পাতায় রয়েছে অনির্বাণ গুহঠাকুরতা (আইনজীবী), সব্যসাচী চক্রবর্তী (সাংবাদিক), পণ্ডিত মল্লার ঘোষ (তালবাদ্য বিশারদ ও সঙ্গীত পরিচালক),  পারমিতা ব্যানার্জি (মডেল তথা অভিনেত্রী), বাপ্পা ভৌমিক (অঙ্কন শিল্পী), শুভদীপ ধর (আলোকচিত্রী), সুরজিত ঘোষ (পোশাক শিল্পী), ঝুমেন্দু কয়াল (মেক আপ শিল্পী)-এর মুখাবয়বের দৃষ্টিনন্দন অভিব্যক্তির আলোকচিত্র।
ক্যালেণ্ডারের শেষ পাতায় রয়েছে সব মডেলের ছবি নিয়ে ডিসেম্বর মাসের দিনপঞ্জি।

আজ সন্ধ্যায় হাওড়ার উপ নগরপাল (মুখ্যালয়) দ্যুতিমান ভট্টাচার্য ও আই ডি সি-র কর্ণধার আকাশ বণিক-কে পাশে নিয়ে প্রদীপ জ্বেলে মুখ্য অতিথি রূপে  অনুষ্ঠানের শুভারম্ভ করেন অদিতি বণিক।

পরে আনুষ্ঠানিকভাবে ক্যালেণ্ডার উন্মোচন করেন 'আই ডি সি ক্যালেণ্ডার ২০২৩'-এর সহযোগী অংশীদারগণ।

ক্যালেণ্ডার প্রকাশ অনুষ্ঠানে মডেল তথা কৃতবিদ্য মুখ-গণ ছাড়াও উপস্থিত ছিলেন বাচিক শিল্পী মল্লিকা ঘোষ, পুষ্টি ও খাদ্যাভ্যাস বিশারদ অনুশ্রী মিত্র ছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments