শীতলতম দিনে কোলকাতায় হয়ে গেল ফ্যাশন কার্নিভ্যাল ২০২২


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৯ ডিসেম্বর '২২):- 'স্কিল প্রো ইণ্ডিয়া' (Skill Pro India)-র উদ্যোগে ৩ থেকে ৩৫ বছরের নরনারীদের নিয়ে এবছরের শীতলতম দিনে কোলকাতায় হয়ে গেল 'এলিট ফ্যাশন কার্নিভ্যাল ২০২২' (Elite Fashion Carnival 2022)।

'ফ্যাশন কার্নিভ্যাল' উপলক্ষ্যে আজ দুপুর গড়াতেই সাজো সাজো রব পড়ে যায় কোলকাতা লাগোয়া বিধাননগর-এর ৮৬, গোলাঘাটা রোড-এর নির্দিষ্ট স্থানে।
একবারে কচিকাঁচা থেকে তাদের মা বাবারাই ছিল এই 'ফ্যাশন কার্নিভ্যাল'-এর প্রধান আকর্ষণ।


কচিকাঁচাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে গিয়ে 'স্কিল প্রো ইণ্ডিয়া'-র পিআর ম্যানেজার শর্মিষ্ঠা আচার্য (Sharmistha Acharyay, PR Manager, Skill Pro India) বলেন, "সেই অর্থে এটা কোনো ফ্যাশন প্রতিযোগিতা নয় বরং শীত উপলক্ষ্যে এ এক ফ্যাশন উৎসব।"
অন্যদিকে এই উৎসবের শো ডিরেক্টর শতাব্দী (Shatabdi, Show Director, Elite Fashion Carnival 2022) জানিয়েছেন, "আবালবৃদ্ধবনিতার অবদমিত সৌন্দর্যবোধ ও সৌন্দর্য চর্চাকে বিকশিত করাই এই উৎসবের মূল লক্ষ্য।"


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠসঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi, Singer), ফ্যাশন ডিজাইনার অপ্সরা (Apsara, Fashion Designer) অভিনেত্রী মল্লিকা ব্যানার্জী (Mallika Banerjee, Actress), হৃতোজিৎ চ্যাটার্জী (Hritojeet Chatterjee, Celebrity) 'স্কিল প্রো ইণ্ডিয়া'-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এস কে গুপ্তা (SK Gupta, CEO, Skill Pro India), অঙ্কিত শ (Ankit Shaw) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments