রুট ক্যানাল করাও এখন প্রায় যন্ত্রণাহীন এক উপলব্ধি : ডাঃ মুন চট্টরাজ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৯ ডিসেম্বর '২২):- "দাঁতের রুট ক্যানাল করাও এখন প্রায় এক যন্ত্রণাহীন উপলব্ধি," এমনটাই জানালেন কোলকাতার অন্যতম এক সফল দন্তচিকিৎসক ডাঃ মুন চট্টরাজ (Dentist Dr. Moon Chattoraj)।

আজ 'কোলকাতা প্রেস ক্লাব' (Kolkata Press Club)-এ 'যন্ত্রণাহীন দন্তচিকিৎসা' (Painless Dentistry) শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে ডাঃ চট্টরাজ এই কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমরি গ্রুপ অব হসপিটাল-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডাঃ রূপক বড়ুয়া (Dr. Rupak Barua, CEO, AMRI Group of Hospitals), অ্যাপেলো গেনিগ্যালস-এর অ্যানাস্থেসিয়া বিভাগের প্রধান ডাঃ তন্ময় দাস (Dr. Tanmoy Das, HoD of Anesthesia, Dept. of Apollo Gleneagles), ইস্টবেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট ও প্রসিদ্ধ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রণব দাশগুপ্ত (Dr. Pranab Dasgupta, Gynaecologists & President East Bengal Club), পরিচালক ও প্রযোজক জয় গাঙ্গুলী (Joy Ganguly, Film Director & Producer) এবং ডাঃ রাজীব সীল (Dr. Rajib Seal)-এর উপস্থিতিতে ডাঃ মুন চট্টরাজ আরো বলেন, " উন্নত প্রযুক্তি, যন্ত্রপাতি এবং অবশ্যই উচ্চশিক্ষা দাঁতের চিকিৎসাকে বর্তমানে যন্ত্রণাহীন করে তুলেছে। বর্তমানে এই চিকিৎসায় কোনরকম যন্ত্রণা বা অসুবিধা হয় না আর যদিও বা সেটা কোনকারণে হয়েও থাকে তাহলে সেটা অত্যন্ত সামান্য।
'এনেস্থিসিয়া' এবং 'ফোর কনসিয়াস সিডিশন' এর মাধ্যমে চিকিৎসা পদ্ধতি অনেক বেশি সহজ হয়ে গেছে এবং যন্ত্রণা হীন হয়েছে।
এই চিকিৎসায় না আছে কোনরকম অসুবিধা এবং না পার্শ্ব প্রতিক্রিয়া। মাত্র কিছুক্ষণের মধ্যেই এই সম্পূর্ণ চিকিৎসাটি সম্পন্ন করা হয়।
উন্নত প্রযুক্তি, হার্ড টিস্যু লেজার ব্যবহৃত হয়। কোন ড্রিল বা অজ্ঞান করা হয় না। এমনকি এপেক্স লোকেটর যা (আমরা জানি বর্ধিত রুট ক্যানেল এবং এক্সরে এক্স এর প্রয়োজনীয়তা) উন্নত প্রযুক্তির এবং অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা সমগ্র রুট ক্যানেল চিকিৎসাটি করা হয়।
এমনকি বর্তমানে অজ্ঞান করার জন্য কোন ইনজেকশন দেওয়া হয় না। শুধু মাত্র কোন ওষুধ বা স্প্রে প্রয়োগ করা হয়। যার মাধ্যমে নিমেষের মধ্যে সেই জায়গাটি অসার হয়ে যায় এবং খুব সহজেই যন্ত্রণা হীন ভাবে চিকিৎসাটি করা হয়।"




Comments