বেটি পড়াও অভিযানের অঙ্গ রূপে ১৫০০ ছাত্রীকে বৃত্তি দিল স্কিপার লিমিটেড


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৭ ডিসেম্বর '২২):- 'বেটি পড়াও অভিযান'-এর চতুর্থ চরণ (4th Edition of Beti Padhao Aviyaan)-এ ১,৫০০ ছাত্রীকে বৃত্তি দিল 'স্কিপার লিমিটেড' (Skipper Limited)-এর বাণিজ্যিক সংস্থার সমাজসেবা (Corporate Social Responsibility)মূলক সংস্থা 'স্কিপার ফাউণ্ডেশন' (Skipper Foundation)।

'স্কিপার লিমিটেড'-এর পক্ষ থেকে ব্যবস্থাপক পরিচালক সজন কুমার বানসাল (Sajan Kumar Bansal, Managing Director, Skipper Limited) জানিয়েছেন, "বেটি পড়াও অভিযানের চতুর্থ চরণে কোলকাতা ও হাওড়ার ২২ টা বিদ্যালয়ের ১৫০০ ছাত্রীর হাতে বৃত্তি প্রদান করা হয়।"

'স্কিপার লিমিটেড' ও 'স্কিপার ফাউণ্ডেশন'-এর শীর্ষ পদাধিকারীগণ ছাড়াও অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন 'রাধাগোপীনাথ ইসকন মন্দির'-এর সন্ন্যাস নিত্যানন্দ চরণ দাস।








Comments