অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল ভারতের কামনায় সাধক সম্প্রদায়ের হাতে বৃক্ষচারা তুলে দিল সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস



হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩১ ডিসেম্বর '২২):- সুজলাং সুফলাং শস্য শ্যামলা বসুন্ধরা নির্মাণের লক্ষ্যে ভারতের অন্যতম সেরা স্বর্ণ ও জহরত বিক্রেতা 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস' (Senco Gold & Diamonds) কর্তৃপক্ষ আজ সারা ভারতে তাদের বিভিন্ন প্রদর্শনী এবং বিক্রয়কেন্দ্রগুলোতে ১ হাজার চারাগাছ লাগালো। অনুষ্ঠানের শুভারম্ভ হয় সংস্থার শিয়ালদহ স্টেশন সংলগ্ন মৌলালীর প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রে।

স্বর্ণ ও জহরত বিক্রেতা প্রতিষ্ঠানের আহ্বানে সাড়া দিয়ে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন 'রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির বেলুড় মঠ'-এর পক্ষে স্বামী বেদাতীতানন্দ [Swami Vedatitananda, Monk of Ramkrishna Mission Silpamandira Belur Math], 'ইসকন'-এর সহাধ্যক্ষ রাধারমণ দাস [Radharaman Das, Vice President of The International Society for Krishna Consciousness (ISKCON)], ভবানীপুর গুরুদোয়ারা সাহিব-এর গুরু অবতার সিং [Avtar Singh, Guru of Gurudwara Sahib ( Bhawanipore)], সেন্ট জেমস চার্চ-এর ধর্মযাজক শ্রীরাজ মোহান্তি [Sreeraj Mohanty, Father of St.James Church], সার্কুলার রোড ব্যাপটিস্ট চ্যাপেল চার্চ-এর ধর্মযাজক ডি আনন্দ পিকক [D Anand Peacock,  Father of Circular Road Baptist Chapel Church], এবং আমহার্স্ট স্ট্রিট মসজিদের মৌলবী মোঃ তনবির আসরাফ [Md. Tanvir Asraf, Moulabi of Amherst Street Mosque]।

অনুষ্ঠানের অঙ্গ রূপে আজ সকালে আসন্ন ইংরেজি নববর্ষের প্রাক্কালে সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রগতি এবং প্রদূষণ মুক্ত প্রকৃতির লক্ষ্যে ভারতবর্ষের ঐতিহ্যশালী সাধক সম্প্রদায়ের হাতে বৃক্ষের চারা তুলে দেন (Donate saplings to the Spiritual leaders) বাঙালী স্বর্ণ ও জহরত শিল্প প্রতিষ্ঠান 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'-এর পক্ষে নির্দেশক জয়িতা সেন (Mrs.Joita Sen, Director of Senco Gold & Diamonds)।


অনুষ্ঠান শেষে সাধন মার্গের পথে এগিয়ে চলা উপরিউক্ত সাধকদের দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন (Shuvankar Sen, CEO of Senco Gold & Diamonds)। 

     

       

      


Comments