গানের ভেতর দিয়ে শীর্ষক রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার ফর্ম বিতরণ শুরু করল নব নব রবি কিরণ ও নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩ ডিসেম্বর '২২):- 'নব রবি কিরণ' (Naba Robi Kiron) এবং 'নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন' (Nava Nalanda Sangeet Shikhayatan) আয়োজিত 'গানের ভিতর দিয়ে' (Ganer Bhitar Diye) শীর্ষক সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার অনলাইন ও অফলাইন ফর্ম দেওয়া শুরু হল আজ থকে।

আজ কোলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে এই সঙ্গীত প্রতিযোগিতার আয়োজক বর্গ জানান, "আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি। আবেদন পত্র জমা দেওয়ার পর ১৫ জানুয়ারির মধ্যে আবেদকের স্বকণ্ঠে গীত রবীন্দ্রসঙ্গীত-এর একটা ভিডিও জমা দিতে হবে।
প্রতিযোগিতায় থাকবে তিনটে বিভাগ। ১০ থেকে ১৪ বছর পর্যন্ত প্রার্থীরা থাকবেন 'উন্মেষ' বিভাগে, ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত প্রার্থীরা থাকবেন 'বিকাশ' বিভাগে, অপরদিকে ১৯ ও তদুর্ধ প্রার্থীরা থাকবেন 'ঐশ্বর্য' বিভাগে।
বিশদ তথ্য সংগ্রহের জন্য যে কেউ 'নব রবি কিরণ'-এর অফিসিয়াল ফেসবুক পেজ 'www.nrkevents.com'-এ নজর রাখতে পারেন।"


আজ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম বিধায়ক তথা 'কোলকাতা পৌরনিগম'-এর 'মেয়র পারিষদ সদস্য' দেবাশিস কুমার-এর উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন অতিথি বর্গ। 

Comments