১৫ ডিসেম্বর হাওড়া ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে চলেছে বামপন্থী পরিবহন শ্রমিক সংগঠন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১২ ডিসেম্বর '২২):- পূর্ব রেলের অধীন 'ডানকুনি রেলওয়ে সাইডিং' সহ অন্যান্য রেলওয়ে সাইডিং (Dankuni Railway Siding & others)-এ দূষণ নিয়ন্ত্রণের দাবীতে আগামী ১৫ ডিসেম্বর দুপুর ২ টোর সময় হাওড়া ডিআরএম কার্যালয়ের সামনে (in front of the Divisional Railway Manager Office, Howrah) প্রবল বিক্ষোভ (Massive Protest Demonstration) দেখাতে চলেছে বামপন্থী পরিবহন শ্রমিক সংগঠন (Leftist Labour Union) 'ন্যাশনাল ফেডারেশন অব ইণ্ডিয়ান রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স' (National Federation of Indian Road Transport Workers)-এর পশ্চিমবঙ্গ শাখা (West Bengal Unit)।

আজ 'কোলকাতা প্রেস ক্লাব'-এ এই সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলন করে বামপন্থী শ্রমিক সংগঠনের জাতীয় সচিব নওলকিশোর শ্রীবাস্তব (Nawal Kishor Shrivastav, National Secretary, National Federation of Indian Road Transport) জানান, "পূর্ব রেলের অধীন ডানকুনি রেলওয়ে সাইডিং সহ অন্যান্য রেলওয়ে সাইডিংয়ে প্রতিনিয়ত কয়লা, সিমেন্ট, পাথরের ছোট কুচি মালগাড়ি থেকে ওঠানো নামানোর কাজ হয়। আর এই কাজের ফলে ওই সব এলাকার চারদিক সব সময় ধুলি ধুসরিত হয়ে থাকছে। বাতাসে মাত্রাতিরিক্ত ধুলোর কারণে অনেক সময় রেলওয়ে সাইডিংয়ে মালপত্র ওঠানো নামানোর কাজে নিয়োজিত শ্রমিক সহ স্থানীয় নাগরিকদের শ্বাসপ্রশ্বাস নিতেও সাংঘাতিক রকমের অসুবিধা হচ্ছে।

ডানকুনি সহ অন্যান্য রেলওয়ে সাইডিংয়ের এই জ্বলন্ত সমস্যার বিষয়ে প্রতিকার চেয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকার-এর 'দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ' (West Bengal Pollution Control Board) সহ এই বছরের ২৪ সেপ্টেম্বর পূর্ব রেলের মহাপ্রবন্ধক (General Manager, Eastern Railway)-কেও অবগত করেছিলাম।

'পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ' অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয়ে গত ১০ নভেম্বর ডানকুনি রেলওয়ে সাইডিংয়ের অন্তর্গত টার্মিনাল ইয়ার্ড (Terminal Yard, under M/s, Dankuni Railway Siding) পরিদর্শন করে অভিযোগের সত্যতা সম্পর্কে অবগত হয়ে গত ২৩ নভেম্বর 'ডানকুনি রেলওয়ে সাইডিং' কর্তৃপক্ষকে 'পরিবেশ ভবন' (Paribesh Bhavan)-এ তলবও করে।

এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও এই বিষয়ে আজ পর্যন্ত পূর্ব রেলের তরফ থেকে কোনো প্রতিকার করা হয় নি।

আর এরই প্রতিবাদে আগামী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টোর সময় 'ডিআরএম কার্যালয়, হাওড়া'-র সামনে বড়ো রকমের বিক্ষোভ সমাবেশ করতে চলেছে এআইটিইউসি অনুমোদিত (AITUC affiliated) 'ন্যাশনাল ফেডারেশন অব ইণ্ডিয়ান রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স' (National Federation of Indian Road Transport Workers)।"

নওলকিশোর শ্রীবাস্তব আরো জানিয়েছেন, "পরিবহন শ্রমিকদের অপদার্থতা ও অপরিণামদর্শিতার কারণে ইতিমধ্যে ডানকুনি রেলওয়ে সাইডিং সহ অন্যান্য চত্বরে কর্মরত পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য স্বার্থ বিঘ্নিত হয়ে চলেছে। যদি অবিলম্বে কোনো সুরাহা না হয়, তাহলে কোলকাতার ফেয়ারলি প্লেস-এ অবস্থিত পূর্ব রেলের মহাপ্রবন্ধকের কার্যালয় (Office of the General Manager, Eastern Railway, Fairly Place, Kolkata)-এর সামনে ভবিষ্যতে বৃহত্তম বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হবে বামপন্থী এই শ্রমিক সংগঠন।"

Comments