আজ শেষ হচ্ছে প্রথম বর্ষ আর্ট ফটোগ্রাফি এক্জিবিজন

হীরক মুখোপাধ্যায় 

ব্যারাকপুর (২৯ ডিসেম্বর '২২):- হর্ষোল্লাসের মাধ্যমে শেষ হতে চলেছে 'লাইট রিডিং ফটোগ্রাফি' (Light Reading Photography) আয়োজিত প্রথম বর্ষের 'আর্ট ফটোগ্রাফি এক্জিবিজন' (Art Photo Exhibition)।
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "আজ রাত ৯ টায় শেষ হচ্ছে 'আর্ট ফটোগ্রাফি এক্জিবিজন'।"

বলে রাখা ভালো, মেন্টর সহ ১৪ জন শিক্ষার্থীর ৭৬ টা ছবি নিয়ে গত ২৭ ডিসেম্বর থেকে 'নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন টেবল টেনিস অ্যাকাডেমি হল'-এ চলছে এই প্রদর্শনী।

গত ২৭ ডিসেম্বর অপরাহ্নে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সম্পাদক ইমনকল্যাণ সেন, প্রসারভারতি-র সাংবাদিক সাধনা দাস বসু, বিশিষ্ট আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায়, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, লাইট রিডিং ফটোগ্ৰাফি-র সভাপতি বুদ্ধদেব অধিকারী, সম্পাদক আশিস ব্যানার্জী, আলোকচিত্রী স্বাগত সাহা-কে পাশে নিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন শিল্প প্রশিক্ষক কল্যাণ মুখোপাধ্যায়।

'লাইট রিডিং ফটোগ্রাফি'-র সভাপতি বুদ্ধদেব অধিকারী জানিয়েছেন "২০২০ সাল থেকে 'লাইট রিডিং ফটোগ্রাফি'-র আয়োজনে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন হলেও এইবারই প্রথম আয়োজিত হচ্ছে 'আর্ট ফটোগ্রাফি এক্জিবিজন'।"
অপরদিকে আলোকচিত্র শিক্ষণ সংস্থার সম্পাদক আশিস ব্যানার্জি জাানিয়েছে, "সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রদর্শনী উদ্বোধনের দিন বিশিষ্ট আলোকচিত্রী মৃত্যুঞ্জয় রায়, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য সহ আরো কয়েকজন গুণী ব্যক্তিকে সংস্থার তরফ থেকে সম্মাননা প্রদান করা হয়।"

Comments