ঝাড়খণ্ডের পুণ্যতীর্থস্থল ফেরতের দাবীতে আগামীকাল কোলকাতায় ব্যবসা বন্ধ রাখবে জৈন সমাজ


এম রাজশেখর 

কোলকাতা (২৩ ডিসেম্বর '২২):- ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার পারসনাথ পর্বত (Parasnath Hill, Giridi, Jharkhand)-কে ধর্মীয় ক্ষেত্রের পরিবর্তে ভ্রমণ ক্ষেত্র ঘোষণা করার দুর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল কোলকাতায় বসবাসকারী জৈন ব্যবসায়ীগণ ব্যবসা বন্ধ-র ডাক দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালের ৫ অগস্ট ঝাড়খণ্ড সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পারসনাথ পর্বত-কে পবিত্র ধর্মক্ষেত্র-র বদলে ভ্রমণ স্থল রূপে চিহ্নিত করেছে।

আগামীকাল কোলকাতার জৈন ব্যবসায়ী সমিতির ব্যবসা বন্ধ-র আহ্বানের পাশাপাশি 'শ্রী বঙ্গাল বিহার ওড়িশা দিগম্বর জৈন তীর্থক্ষেত্র কমিটি কোলকাতা' (Shree Bangal Bihar Odisha Digambar Jain Tirtha Kshetra Committee, Kolkata)-র আয়োজনে দুপুর ১২ টায় বড়োবাজারের ১ বৈশাখ লেন থেকে ধর্মতলা পর্যন্ত এক মৌন প্রতিবাদ মিছিল (Silent Protest Rally)-এর ডাক দিয়েছে কোলকাতা ও বৃহত্তর জৈন সমাজ।

আজ কোলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club)-এ 'সম্মেদ শিখরজী বাঁচাও আন্দোলন' শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আয়োজক সংস্থার তরফে অধ্যক্ষ ভাগচাঁদ কাসলিওয়াল (Bhagchand Kasliwal, President, BBOTC), সহাধ্যক্ষ অজিত পাণ্ডে (Ajit Pandey, Vice President, BBOTC), সচিব সুরেশকুমার শেঠী কাঁন্কি (Suresh Kumar Sethi Kanki, Secretary, BBOTC) সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন।

আয়োজক সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে, "মৌন প্রতিবাদ মিছিলের শেষে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যপাল-কে এই বিষয়ে জ্ঞাপন দেওয়া হবে।" 

Comments