কোলকাতায় শুরু হল দুদিনের পেনচ্যাক সিলাট চ্যাম্পিয়নশিপ ২০২২


এম রাজশেখর 

কোলকাতা (২০ ডিসেম্বর '২২):- 'পেনচ্যাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল' (Pencak Silat Sports Association of Bengal) আয়োজিত 'তৃতীয় স্টেট পেনচ্যাক সিলাট চ্যাম্পিয়নশিপ ২০২২' (3rd State Pencak Silat Championship 2022) শুরু হল কোলকাতার শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয় (Shree Vishuddhanand Saraswati Vidyalaya, Kolkata) প্রাঙ্গণে।

আয়োজক সংস্থার তরফ থেকে সভাপতি তপন ঘোষ (Tapan Ghosh, Presiden) জানিয়েছেন, "আগামীকাল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।" অন্যদিকে সম্পাদক সুনীল সিং (Sunil Sing) জানিয়েছেন, "দুদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ১২ টা দল থেকে মোট ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।"

পতাকা উত্তোলন করে আজ প্রতিযোগিতার সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakrabarty, MIC Transport, Government of West Bengal)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ ভূষণ অধ্যাপক সুকুমার মুখার্জি, জাতীয় ফুটবল প্রশিক্ষক মৃদুল ব্যানার্জি, স্বামী সিদ্ধেশানন্দজী মহারাজ, বিধায়ক বিবেক গুপ্তা সহ দুই পৌরপিতা মহেশ শর্মা ও রাজেশ সিনহা।

প্রসঙ্গত উল্লেখ্য, 'তৃতীয় পেনচ্যাক সিলাট চ্যাম্পিয়নশিপ ২০২২'- এর পাশাপাশি আজ থেকে কোলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়মে শুরু হয়েছে 'আই এফ এ' পরিচালিত মহিলাদের 'কন্যাশ্রী কাপ'(Kanyashree Cup)।
পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas, MIC Sports, Government of West Bengal) এর শুভারম্ভ করেন।

Comments