মউচুক্তি অনুযায়ী প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পরিষেবা দিতে পারবে বন্ধন ব্যাঙ্ক


এম রাজশেখর 

কোলকাতা (১৯ ডিসেম্বর '২২):- প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দ্রুততার সাথে প্রদান এবং বিভিন্ন সমস্যার সমাধান হেতু সম্প্রতি 'রক্ষা লেখ প্রধান নিয়ন্ত্রক (পেন্সন্স) প্রয়াগরাজ' [Principal Controller of Defence Accounts (Pensions) Prayagraj ] আয়োজন করেছিল '১৭৬ তম রক্ষা পেন্সন সমাধান আয়োজন'।

অনুষ্ঠানের অঙ্গ রূপে দফতর ইণ্ডিয়ান পোস্টাল ব্যাঙ্ক (Indian Postal Payment Bank), ইউনিয়ন ব্যাঙ্ক অব ইণ্ডিয়া (Union Bank of India), অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড (Axis Bank Ltd.), আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড (ICICI Bank Ltd.), বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) এবং ইক্যুইটাস স্মল ফিনালসিয়াল ব্যাঙ্ক লিমিটেড (Equittas Small Financial Bank Ltd.)-এর সাথে একটা মউ চুক্তি (Memorandum of Understanding) সাক্ষর করে।

গত ১৪ ডিসেম্বর দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে (Giridhar Armane, Defence Secretary, Government of India) ভার্চুয়ালি দিল্লী ক্যান্টনমেন্ট-এর জন্য পৃথক একটা SPARSHA (System for Pensions Administration (Raksha) কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আশা করা হচ্ছে এর ফলে প্রতিরক্ষা বিভাগের সেবানিবৃত্ত কর্মচারীদের অ্যানুয়াল লাইফ সার্টিফিকেট (এএলসি), পেন্সনার ডাটা ভেরিফিকেশন (পিডিভি), আধার-প্যান-স্থায়ী/অস্থায়ী ঠিকানা-ব্যাঙ্ক সংক্রান্ত বিষয়-পেন্সন পেমেন্ট অর্ডার (পিপিও)-কোরিগেণ্ডা পিপিও এবং পেন্সন স্লিপ ফর্ম-এর মতো বিভিন্ন অনুরোধ ও অভিযোগ সহজে নিষ্পত্তি হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকারের 'রক্ষা লেখ বিভাগ '(Defence Accounts Department)
SPARSH সংক্রান্ত মূল বাস্তবায়ন সংস্থা।

মউ চুক্তি অনুযায়ী প্রতিরক্ষা দপ্তরের পেনশনভোগীদের এবং তাঁদের পরিবারবর্গকে এবার থেকে বন্ধন ব্যাঙ্কও ব্যাঙ্কিং পরিষেবা দেবে।
বন্ধন ব্যাঙ্কের ৫৫৭টি শাখার মাধ্যমে প্রতিরক্ষা দপ্তরের পেনশনারদের এবং তাঁদের পরিবারকে পরিষেবা প্রদান করবে।


Comments