ঝঞ্ঝাট বিহীন ঘুমের জন্য বাজারে স্লিপ আইডি ম্যাট্রেস আনল কিং কয়েল

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৫ ডিসেম্বর '২২):- ঝঞ্ঝাট বিহীন ঘুমের জন্য বাজারে সম্প্রতি 'স্লিপ আইডি ম্যাট্রেসেস' (Sleep ID Mattresses) এনেছে 'কিং কয়েল' (King Koil)।

সংস্থার তরফ থেকে এক লিখিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "এই গদিতে শুয়ে ঘুমালে ঝঞ্ঝাট বিহীন ঘুম হতে পারে।"

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন গবেষনার পর আজ এটা প্রমানিত যে ভালো ঘুম দেহ-মনের বিকাশে অত্যন্ত উপযোগি। রাতে ভালো ঘুম হলে ব্রেন ফাংশন থেকে শুরু করে পেশির পুনর্গঠন এবং মেটাবলিজম উন্নত হয়।

আজকের সমস্যা বহুল জীবনে ভালো ঘুম হওয়াটা সবার জন্যই খুব দরকারি। ভালো ঘুম না হলে বিবিধ সমস্যায় জর্জরিত হতে হয় মানব সমাজকে।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে বাইরের যে যে কারণের জন্য একজন মানুষ সঠিক ভাবে ঘুমতে পারেন না তার অন্যতম একটা কারণ মানুষেল ব্যবহার্য গদি বা ম্যাট্রেস।
সমীক্ষায় উঠে এসেছে কোন উপাদানে গদি বা ম্যাট্রেস তৈরি হচ্ছে, শরীরের স্পর্ষে গদি উত্তপ্ত হচ্ছে কিনা এই সব বিষয়ের জন্য অনেক সময় ঘুম বিঘ্নিত হতে পারে।
তাই একটা নিম্নমানের গদি বা ম্যাট্রেস মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
একটা নিম্নমানের গদি শুধু মানুষের রাতের ঘুম উড়িয়েই ক্ষান্ত হয়না বরং অনেক সময়ই ব্যবহারকারীদের না চাইতেই উপহার দিতে থাকে গায়ে ব্যথা, অলসতা সহ নানান সমস্যা।

মানব শরীরে নিম্নমানের গদির কুপ্রভাব লক্ষ্য করে 'কিং কয়েল' এবং 'ইন্টারন্যাশনাল চিরোপ্র্যাক্টর্স অ্যাসোসিয়েশন' (King Koil & International Chiropractors Association) যৌথ উদ্যোগে বাজারে নিয়ে এসেছে উন্নত মানের শোওয়ার গদি 'স্লিপ আইডি ম্যাট্রেসেস'।

নির্মাণকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "স্লিপ আইডি এক ধরনের বায়োটেকনোলজি নির্ভর অ্যাপ্লিকেশন যা বিভিন্ন ধরনের মানুষের ঘুমের ধরন পর্যালোচনা করে।
সেই পর্যালোচনার ফলের উপর নির্ভর করে আরামদায়ক ঘুমের জন্য ঠিক কোন ধরনের ম্যাট্রেস সেই ব্যক্তি ব্যবহার করবেন।
স্লিপ আইডি থেকে ব্যক্তি বিশেষের জন্য এক্সক্লুসিভ তথ্যভান্ডার তৈরি হয়। যা প্রায় ৯৪ শতাংশ যথাযথ বলে প্রমানিত।
দেহের প্রেসার, গঠন, ঘুমের সময় অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থানকে চুলচেরা বিশ্লেষণ করে নিজের জন্য সঠিক ম্যাট্রেসটি বেছে নিতে পারেন উপভোক্তা। অর্থাৎ ব্যবহারকারীর দেহের ও ঘুমের সময়কার পশ্চার অনুপানে এই গদি নির্মিত হয়।"

সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধিতে নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজনে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর বলে প্রমানিত হয়েছে।
'স্লিপ আইডি'-র তথ্য বিশ্লেষণ করে পৃথক পৃথক মানুষের দেহের প্রয়োজন বুঝে 'কিং কয়েল' ব্যক্তি বিশেষের জন্য সঠিক ম্যাট্রেসটা বেছে নেওয়া সুযোগ এনে দিয়েছে।
মনে করা হচ্ছে 'প্রেসার সেন্সিং ম্যাপ' ও 'রিয়েল টাইম ডাটা' কাজে লাগিয়ে দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঘুমকে আরও যথাযথ করে তুলতে 'কিং কয়েল'-এর এটা একটা অন্যতম আধুনিক প্রয়াস।

Comments