আগামী বছর কোলকাতায় শাখা খুলতে চলেছে অ্যালেন কেরিয়ার ইন্সটিটিউট : নবীন মাহেশ্বরী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১২ ডিসেম্বর '২২):- "মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরীক্ষার ভরসা যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান 'অ্যালেন কেরিয়ার ইন্সটিটিউট' (Allen Career Institute) আগামী বছর কোলকাতায় শাখা খুলতে চলেছে," আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পেশ করেন সংস্থার নির্দেশক নবীন মাহেশ্বরী (Naveen Maheshwari)।


সংস্থার লিখিত বিবৃতি অনুযায়ী, "এবার কোলকাতায় শাখা বিস্তার করতে চলেছে 'অ্যালেন কেরিয়ার ইন্সটিটিউট', ছাত্রছাত্রীদের সুবিধার জন্য থাকছে অফলাইন ক্লাস। ২০ জানুয়ারি বা তার আগে ভর্তি হলে শিক্ষার্থীদের জন্য ভর্তি তথা প্রশিক্ষণ খরচের উপর বিশেষ ছাড় দেওয়া হবে। যে সকল ছাত্রছাত্রী 'অ্যালেন স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট' (ASAT) এবং 'অ্যালেন শার্প' (Allen Sharp) পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই সব ছাত্রছাত্রী ৯০ শতাংশ পর্যন্ত স্কলারশিপও পাবে। 
২০২৩-২৪ বর্ষের মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার ক্লাস শুরু হবে এপ্রিল মাসে।"

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৮ সালের ১৮ এপ্রিল পথচলা শুরু করার পর থেকে আজ পর্যন্ত ২৭ লাখের বেশি শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ পেয়েছে।
বিগত ১৩ বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮ জন 'জয়েন্ট এন্ট্রান্স এক্জামিনেশন' (JEE) ও 'এনইইটি' (NEET) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে।

আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে সংস্থার সহাধ্যক্ষ পঙ্কজ বিড়লা (Pankaj Birla, Vice President, Allen Career Institute) বলেন, "এর আগে পশ্চিমবঙ্গ তথা কোলকাতার বিজ্ঞানের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ নেওয়ার জন্য কোটা বা ভারতের অন্যান্য শহরে যেতে হত, কিন্তু এখন নিজের শহরে বসেই সেই একই প্রশিক্ষণ পাবে কোলকাতার ছাত্রছাত্রীরা।" 

Comments