ই শপের মাধ্যমে সামগ্রী কেনার সুযোগ দিচ্ছে কেভেন্টার

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৯ নভেম্বর '২২):- ই শপ (e Shop)-এর মাধ্যমে এবার 'কেভেন্টার'-এর সামগ্রী কেনার সুযোগ দিচ্ছে 'কেভেন্টার' (Keventer)।
ইচ্ছুক নরনারী 'কেভেন্টার'-এর নিজস্ব ওয়েবসাইট 'শপ কেভেন্টার.কম' (Shop Keventer. Com) বা সরাসরি সামাজিক মাধ্যম 'হোয়াটসএপ' (WhatsApp)-এর মাধ্যমেও 'কেভেন্টার' থেকে সামগ্রী কেনার আদেশ (Order Place) করতে পারবেন।

'কেভেন্টার' থেকে জানানো হয়েছে, "প্রতিদিন দুপুর ২ টোর মধ্যে কোলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ও বিধাননগর পৌরনিগম (Bidhannagar Municipal Corporation) এলাকার অধীন যে সকল বাসিন্দা তাদের ই শপিং প্ল্যাটফর্ম থেকে সামগ্রী কেনার আদেশ করবেন তাদের সামগ্রী বাড়ির ঠিকানায় বিনামূল্যে পাঠিয়ে দেওয়া হবে।"

'কেভেন্টার' থেকে আরো জানানো হয়েছে, " হোয়াটসএপ-এর মাধ্যমে যে বা যাঁরা 'কেভেন্টার'-এর সামগ্রী কিনতে ইচ্ছুক তাকে বা তাঁদের ৬২৯২২ ৭৯৯৮৯ নম্বরে হোয়াটসএপ করতে হবে (WhatsApp to 62922 79989)।
হোয়াটসএপ-এ 'হাই' লিখে পাঠালে সংস্থা জানতে চাইবে ইচ্ছুক ব্যক্তি এখন কিনবেন না কেনা সামগ্রীর বিষয়ে জানতে চাইছেন (Shop Now/ Track Order)।
এখন কিনবেন (Shop Now) জানালে, সংস্থা তাঁর বাসস্থানের পিন কোড (Pin Code) জানাতে বলবে।
পিন কোড জানালে তাঁর সামনে কেভেন্টার'-এর বিভিন্ন সামগ্রী থেকে নিজের পছন্দমতো সামগ্রী পরিদর্শন ও কেনার সুযোগ আসবে। এখান থেকে বিষয় ভিত্তিক সামগ্রী দেখার সুযোগ (Select Category) সামনে চলে আসবে।
নির্দিষ্ট বিভাগ থেকে সামগ্রী চয়ন করে অনলাইনে শুল্ক মিটিয়ে দিলেই পাওয়া যাবে রসিদ।
এরপর শুধু বাড়িতে বসে সামগ্রী হাতে পাওয়ার অপেক্ষা।"

বলে রাখা ভালো, এই মুহুর্তে কোলকাতার ক্রেতাদের জন্য ডিজনি (Disney), পার্লে অ্যাগ্রো (Parle Agro), ফ্রুট ফরেস্ট (Fruit Forest) এবং কেভেন্টার ডেয়ারি ব্র্যাণ্ড (Keventer Dairy Brand)-এর সব কিছু কেনার সুযোগ দিচ্ছে 'কেভেন্টার'। 

Comments