ফিরহাদ হাকিমের উপস্থিতিতে শুরু হল ইণ্ডপ্লাস '২২


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৫ নভেম্বর '২২):- চার বছর পর আবার শুরু হল প্লাস্টিক সামগ্রীর উপর আন্তর্জাতিক স্তরের প্রদর্শনী।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও আবাসন বিভাগের মন্ত্রী তথা কোলকাতা পৌরনিগমের মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim, MiC Transport & Housing, Govt. of West Bengal as well as Mayor, Kolkata Municipal Corporation)-এর উপস্থিতিতে কোলকাতার 'বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ'-এর 'মিলন মেলা' (Milan Mela at Biswa Bangla Mela Prangan, Kolkata)-য় আজ শুরু হল 'ইণ্ডপ্লাস '২২' (Indplas '22) নামাঙ্কিত এই প্রদর্শনী।

'মিলন মেলা'-য় আজ থেকে শুরু হওয়া প্লাস্টিকের উপর আন্তর্জাতিক স্তরের এই নবম প্রদর্শনী (9th International Exhibition on Plastic) চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "ভারত সহ আটটা দেশের ৩৫০ রকমের প্লাস্টিক সামগ্রী দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী স্থল।"
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'ইণ্ডপ্লাস '২২'-এর সভাপতি প্রদীপ নায়ার (Pradip Nayyar, Chairman, Indplas '22) জানিয়েছেন, "এখানকার ২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে চলছে কর্মশালা ও প্রদর্শনী।"
প্রসঙ্গত উল্লেখ্য, ২৫ একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে 'বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ', এই মেলা প্রাঙ্গণে রয়েছে দুটো আলাদা প্যাভিলিয়ন।

'ইণ্ডিয়ান প্লাস্টিক অ্যাসোসিয়েশন'-এর অধ্যক্ষ শিশির জালান (Sisir Jalan, President, Indian Plastic Association) বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় 'ইণ্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন' ২ একরের পলিপার্ক তৈরির অগ্রিম পর্যায় পৌঁছে গেছে।
'বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২২'-এর ঘোষণা অনুযায়ী ২,৫০০ কোটি টাকা ব্যায়ে নতুন ৫০০ ইউনিট নির্মিত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিক পার্ক গড়ে উঠেছে। এই কর্মস্থলগুলো ৫০ হাজার নরনারীকে প্রত্যক্ষ ভাবে রোজগার দেওয়ার পাশাপাশি প্রতি বছর ১ লক্ষ ৫০ হাজার টন প্লাস্টিক দ্রব্য উৎপাদন বৃদ্ধি করবে যার থেকে বার্ষিক ২০০০ টাকা মুনাফা বৃদ্ধিও সম্ভব।"

Comments