পশ্চিমবঙ্গের গ্রাম কেন্দ্রীক ৫০ টা শহরে সর্বাধুনিক পরিষেবা কেন্দ্র খুলবে ভোদাফোন আইডিয়া লিমিটেড

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৯ নভেম্বর '২২):- 'ফাইভ জি' (5G)-র আবহে ভারতের গ্রামীণ গ্রাহকদের আরো বেশি করে পাশে পেতে চাইছে দেশের অন্যতম অগ্রণী মোবাইল সার্ভিস প্রোভাইডার 'ভোদাফোন আইডিয়া লিমিটেড' (Vodafone Idea Limited)।
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কেরালা-র মতো দেশের ৫ রাজ্যে এই মুহূর্তে জমিয়ে ব্যবসা করছে 'ভোদাফোন আইডিয়া লিমিটেড'।

'ভোদাফোন আইডিয়া লিমিটেড'-এর তরফ থেকে চিফ অপারেটিং অফিসার (COO) অভিজিৎ কিশোর (Abhijit Kishore) সম্প্রতি এক লিখিত প্রেস বিবৃতিতে জানিয়েছেন, "গ্রামীণ ভারতের চাহিদা মেটাতে দেশের ৫ সার্কেলে ৩০০ নতুন বিক্রয় ও পরিষেবা কেন্দ্র খোলা হবে। টায়ার থ্রী শহরের প্রিপেড গ্রাহকরা এই সর্বাধুনিক সার্ভিস পয়েন্টগুলো থেকে লাভবান হবেন।"
'ভোদাফোন আইডিয়া লিমিটেড'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, "এই পর্যায়ে ৫০ টা সর্বাধুনিক ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট পাচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ঘণ জনবসতি পূর্ণ বসিরহাট, রামপুরহাট, করিমপুর, সিঙ্গুর-এর মতো ৫০ টা গ্রাম কেন্দ্রীক শহরের 'ভোদাফোন আইডিয়া লিমিটেড'-এর গ্রাহকরা এর ফলে উপকৃত হবেন।"

Comments