ক্ষুদ্র চা উৎপাদকদের নিয়ে কোলকাতায় হয়ে গেল আন্তর্জাতিক স্তরের আলোচনা সভা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১১ নভেম্বর '২২):- 'ইণ্ডিয়ান টি অ্যাসোসিয়েশন' (Indian Tea Association)- এর সহযোগিতায় ও 'সলিড্যারিডাড এশিয়া' (Solidaridad Asia)-র উদ্যোগে ক্ষুদ্র চা উৎপাদক (Small Tea Growers)-দের উৎপাদন সংক্রান্ত নানাবিধ সমস্যা ও তার থেকে উত্তরণের পথ নিয়ে কোলকাতায় হয়ে গেল 'প্রথম ইণ্ডিয়া ইন্টারন্যাশনাল স্মল টি গ্রোয়ার্স কনভেনশন' (1st India International Small Tea Growers Convention)।

'ইণ্ডিয়ান টি অ্যাসোসিয়েশন' ( Indian Tea Association) তথা 'ট্রিনিটি প্রোগ্রাম কমিটি' (Trinitea Programme Committee)-র অধ্যক্ষা (President) নয়নতারা পাল চৌধুরী (Nayantara Paul Choudhury) জানিয়েছেন, "সভায় ভারতের বিভিন্ন প্রদেশের ক্ষুদ্র চা উৎপাদকদের পাশাপাশি নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও চীন থেকেও চা উৎপাদকরা এসেছিলেন।"

আজ 'ইন্দোনেশিয়া টি মার্কেটিং অ্যাসোসিয়েশন'-এর অংশীদারী নির্দেশক (Partnership Director, Indonesian Tea Marketing Association) হেনরি হেনিয়ারর্ধি (Henry Heyneardhi), 'সলিডারিড্যাড এশিয়া'-র ব্যাবস্থাপক নির্দেশক (Managing Director, Solidaridad Asia) ডঃ শতদ্রু চট্টোপাধ্যায় (Dr. Shatadru Chattopadhayay), 'ইণ্ডিয়ান টি অ্যাসোসিয়েশন'-এর মহাসচিব (Secretary General, Indian Tea Association) অরিজিৎ রাহা (Arijit Raha), 'স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন অব সাউদার্ন ইণ্ডিয়া'-র অধ্যক্ষ (President, Small Tea Growers Association of Southern India) এস রামু (S Ramu), 'দ্য কনফেডারেশন অব ইণ্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন'-এর অধ্যক্ষ (President, The Confederation of Indian Small Tea Growers Association) বিজয়গোপাল চক্রবর্তী (Bijoy Gopal Chakrabarty) সহ 'দ্য কনফেডারেশন অব ইণ্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন'-এর উত্তর পূর্ব রাজ্যসমূহের সচিব (Secretary, The Confederation of Indian Small Tea Growers Association [NE States]) অচ্যুত গোগই-কে পাশে নিয়ে নয়নতারা পাল চৌধুরী জানান, "ভারত সহ প্রতিবেশী দেশসমূহের ক্ষুদ্র চা উৎপাদকদের নানাবিধ সমস্যা তার থেকে উত্তরণের পথ চিহ্নিত করতেই আজকের এই বিশেষ আলোচনা সভা।"

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিজয়গোপাল চক্রবর্তী জানান, "যেদিন ক্ষুদ্র চা উৎপাদকগণ নিজেরা উদ্যোগ নিয়ে এক বিশেষ ব্যবসায়িক সংগঠন বানিয়ে নিজেরাই উচিত মূল্যে বিশ্ববাসীকে সরাসরি চা বিপনন তথা বিক্রয় করতে পারবেন প্রকৃতপক্ষে সেদিন থেকেই ক্ষুদ্র চা উৎপাদকদের মঙ্গল যাত্রা শুরু হবে।"

অন্যদিকে ডঃ শতদ্রু চট্টোপাধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, "ক্ষুদ্র চা উৎপাদকদের মঙ্গলের জন্য ইতিমধ্যে বাজারে এসে গেছে সলিট্রেস (SoliTrace), এই কিউআর কোড-এর মাধ্যমে উৎপাদক ও উপভোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে উঠছে।
এসেছে সলিপ্রোব (SoliProbe), যা তাৎক্ষনিকভাবে উৎপাদকদের মাটি বিশ্লেষণ করে দিতে সক্ষম।
এসেছে সোলিমেট (Solimate), যা মূলত আবহাওয়া সংক্রান্ত আগাম খবরাখবর দিয়ে উৎপাদকদের সুবিধা করে দিতে সক্ষম।
এসেছে সোলিবট (SoliBot), যা মূলতঃ এক ধরণের ইন্টার এক্টিভ চ্যাটবট।
এর পাশাপাশি এসে গেছে ব্যালোট্রনিক্স (Ballotronix)-এর মতো তাৎক্ষনিক টি লিফ রিডার।
আমরা আশা করি, প্রকৃতির সহায়তা, উৎপাদকদের দক্ষতা ও আধুনিক বিজ্ঞানের কারিগরি সহায়তা নিয়ে ক্ষুদ্র চা উৎপাদকগণ একদিন নিশ্চয়ই প্রকৃত লাভবান হবেন।"

Comments