শিয়ালদা মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের ক্ষেত্রে নিজেদের অক্ষমতার কথা জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ


এম রাজশেখর 

কোলকাতা (২৬ নভেম্বর '২২):- 'শিয়ালদা মেট্রো স্টেশন' (Sealdah Metro Station)-এর নাম পরিবর্তনের ক্ষেত্রে নিজেদের অক্ষমতার কথা জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railway Authority)।

'কোলকাতা মেট্রো রেল' কর্তৃপক্ষের তরফ থেকে গত ১৫ নভেম্বর পত্রাকারে 'জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল'-এর সভাপতি হিরণ্ময় দেবনাথ (Hiranmay Debnath, Chairman, Jatiyatabadi Ayinjibi Council) কে নিজেদের অক্ষমতার কথা জানিয়ে দেন কোলকাতা মেট্রো রেলওয়ে-র ডেপুটি চিফ অপারেশন ম্যানেজার (কমার্শিয়াল) কৌশিক মিত্র [Kousik Mitra, Dy. Chief Operation Manager (Comml.), Metro Railway]।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay, Chief Minister, Govt. of West Bengal), কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav, Union Rail Minister) সহ কোলকাতা মেট্রো রেলওয়ে-র মহাপ্রবন্ধক অরুণ অরোরা (Arun Arora, General Manager, Metro Railway, Kolkata)-র কাছে শিয়ালদা মেট্রো রেলওয়ে স্টেশন-এর নাম পরিবর্তন করে 'ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখার্জী মেট্রো স্টেশন' (Bharatkeshri Shyama Prasad Mukherjee Metro Station) রাখার দাবী লিখিতভাবে পেশ করেছিলেন 'জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল'-এর সভাপতি হিরণ্ময় দেবনাথ।

এর পরিপ্রেক্ষিতে কোলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে নিজেদের অক্ষমতার কথা জানিয়ে কৌশিক মিত্র লিখেছেন, "কোনো রেল স্টেশনের নাম নির্ধারণের ক্ষেত্রে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগ প্রস্তাব করে।
পরবর্তী পর্যায়ে পরিবহন মন্ত্রী-র অনুমোদন পাওয়া গেলে সেই প্রস্তাব রাজ্য মন্ত্রী সভায় পেশ করা হয়।
মন্ত্রী সভা সেই প্রস্তাবে সায় দিলে তা চলে যায় রাজ্যের স্বরাষ্ট্র বিভাগে, সব শেষে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ থেকে সেই গৃহীত প্রস্তাব চলে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে।
সুতরাং যতক্ষণ না সমস্ত প্রক্রিয়া সমাপন হচ্ছে ততক্ষণ মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের কিছুই করণীয় নেই।" 

Comments