পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্থিরতা নিয়ে চিন্তা করবেন না : ডাঃ শশী পাঁজা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৬ নভেম্বর '২২):- "পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্থিরতা নিয়ে চিন্তা করতে হবে না," বলে আজ স্পষ্ট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, নারী এবং শিশু বিকাশ ও সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী (MIC Industries, Commerce & Enterprise, Women & Child Development, Social welfare) ডাঃ শশী পাঁজা (Dr. Shashi Panja)।

ডাঃ পাঁজা আজ 'জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন' (Jain International Trade Organisation) সংক্ষেপে 'জিতো' (JITO)-র কোলকাতা অধ্যায় (Kolkata Chapter)-এর সম্প্রসারণ ও শপথ গ্রহণ সমারোহ (Installation & Oath taking Ceremony)-এ মুখ্য অতিথি রূপে অংশগ্রহণ করে জৈন সমাজ-কে রাজনৈতিক পটভূমি সম্পর্কে দুশ্চিন্তা মুক্ত হয়ে তাঁদের নিজস্ব সেবা, শিক্ষা ও আর্থিক সশক্তিকরণ-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরো বেশি করে নজর দেওয়ার কথা স্মরণ করিয়ে দেবার লক্ষ্যে এই কথা বলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের বক্তব্য রাখতে গিয়ে ডাঃ শশী পাঁজা আরো বলেন, "বর্তমানে পশ্চিমবঙ্গে এক সুস্থির এবং সুদৃঢ় সরকার রয়েছে। পশ্চিমবঙ্গের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই রাজ্যে শিল্প আপনারাই শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার সব সময় আপনাদের সহযোগিতা করবে, আপনারা আপনাদের নিজস্ব দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে বাণিজ্য ও শিল্পকে এগিয়ে নিয়ে চলুন।"
ডাঃ পাঁজা জৈন সমাজের প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, "রাজ্যে বিনিয়োগ করে শিল্প স্থাপন করুন ও অপরকে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে উৎসাহিত করুন। পশ্চিমবঙ্গ সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।"


আজ ডাঃ শশী পাঁজা 'জিতো'-র কোলকাতা অধ্যায়-এর মূল (Main), যুব (Youth) এবং মহিলা (Ladies) শাখার সম্প্রসারণ ও শপথ গ্রহণ সমারোহে অংশগ্রহণ করে 'জিতো'-র দুর্গাপুজো উপলক্ষ্যে মণ্ডপে মণ্ডপে ঘোরা (Pandel Hopping) শীর্ষক এক পুস্তিকার আনুষ্ঠানিক উন্মোচনও করেন।

প্রসঙ্গত বলে রাখা ভালো, প্রতি ২ বছর অন্তর 'জিতো কোলকাতা' তাঁদের পুরনো কার্যনির্বাহী সমিতি ভেঙে নতুন করে কার্যনির্বাহী সমিতি (Executive committee)-র চয়ন (Elect) করে। ২০২২-২০২৪ বর্ষের জন্য 'জিতো কোলকাতা'-র মূল সমিতির অধ্যক্ষ (Chairman) নির্বাচিত হয়েছেন ভাবেন কামদার (Bhaven Kamder) এবং মুখ্য সচিব (Chief Secretary) নির্বাচিত হয়েছেন রোহিত সুরানা (Rohit Surana)।

Comments