কিশোরকুমারকে মরণোত্তর ভারত রত্ন প্রদানের দাবী জানাল জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ নভেম্বর '২২):- কিংবদন্তী গায়ক, সুরকার ও অভিনেতা আভাসকুমার গাঙ্গুলী ওরফে কিশোর কুমার (Avhas Kumar Ganguly @ Kishore Kumar)-কে 'মরণোত্তর ভারত রত্ন' সম্মান (Posthumous Bharat Ratna Award) প্রদানের দাবী জানাল জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল (Jaytiyatabadi Ayinjibi Council)।
বলে রাখা ভালো, গত ১৩ অক্টোবর 'কিশোর কুমার'-এর মৃত্যুর ৩৫ বর্ষ পূর্ণ হলো।

গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী-র উদ্দেশ্যে এক লিখিত আবেদন পত্রে 'কিশোর কুমার'-কে 'মরণোত্তর ভারত রত্ন সম্মান' প্রদানের দাবী জানিয়ে 'জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল'-এর অধ্যক্ষ (Chairman) হিরণ্ময় দেবনাথ (Hiranmoy Debnath) লিখেছেন, '... ১৯৭৫ সালে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে 'ভারতের জাতীয় কংগ্রেস' দলের রোষানলে পড়ার জন্য তৎকালীন ভারত সরকারের সম্প্রচার মন্ত্রকের কোপে পড়েন কিংবদন্তী এই কণ্ঠ সঙ্গীত শিল্পী। ফলস্বরূপ ১৯৭৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত আকাশবাণী ও দূরদর্শন এই শিল্পীকে কার্যত পরিত্যাগ করেছিল..'।

আজ এক ব্যক্তিগত সাক্ষাৎকারে হিরণ্ময় দেবনাথ জানিয়েছেন, "কিশোর কুমার-এর এই অপমান পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের সংস্কৃতি মনস্ক জনগণের অপমান।
দেশে জরুরী অবস্থার অবসান হলেও কোনো এক অজ্ঞাত কারণে ভারত সরকার আজ পর্যন্ত এই কিংবদন্তী শিল্পীর হৃতসম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে কিছুই করেনি।
আমরা প্রধানমন্ত্রীর কাছে কিশোর কুমার-কে 'মরণোত্তর ভারত রত্ন সম্মান' দেওয়ার দাবী জানিয়েছি।"

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বেশ কিছু বুদ্ধিজীবী দীর্ঘদিন ধরে বলে আসছেন, "ভারতের স্বতন্ত্রতা অভিযানে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অবদান থাকলেও অবাঙালী রাষ্ট্রনায়কদের একবগ্গা স্বজনপ্রীতি (Nepotism)-র ফলে পশ্চিমবঙ্গ চিরকালই বঞ্চিত হয়েছে।
কংগ্রেস জমানায় জাতীয় কংগ্রেস-এর জাতীয় অধ্যক্ষ মনোনীত হয়েও যেমন গদি ছাড়তে বাধ্য হয়েছিলেন সুভাষচন্দ্র বসু, ঠিক তেমনই বর্তমান মোদী জমানায় পূর্ণমন্ত্রী প্রাপ্তি থেকেও বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ।
বিনোদন জগতকেও রেওয়াত করেনি এই অবাঙালী রাষ্ট্রনায়কগণ। এঁদের বদান্যতায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছেন হেমন্ত কুমার, মান্না দে, উত্তম কুমার থেকে কিশোর কুমার-এর মতো স্বনামধন্য শিল্পীগণ।"

'জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল'-এর এই দাবী ভবিষ্যতে ভারত সরকারের তরফ থেকে কতটা সুফল আদায় করতে পারে এখন সেদিকেই তাকিয়ে থাকবে সমগ্র বাঙালী সমাজ।


Comments