আয়ুর্বেদিক ধারাবাহিকতাকে কেন্দ্র করে আয়ুর্ধারা শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলন শুরু হল কোলকাতায়


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ নভেম্বর '২২):- 'আই আই টি খড়্গপুর' (IIT Kharagpur)-এর 'সেন্টার অব এক্সিলেন্স ফর ইণ্ডিয়ান নলেজ সিস্টেম'-এর উদ্যোগে (Centre of Excellence for Indian Knowledge Systems) ও আই আই টি খড়্গপুর'-এর অপর দুই শিক্ষাঙ্গন 'স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি', 'ডঃ বি সি রয় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার'-এর মধ্যস্থতায় এবং 'ভারত সরকার' (Government of India)-এর 'সংস্কৃতি মন্ত্রক' (Ministry of Culture) 'শিক্ষা মন্ত্রক' (Ministry of Education) অন্যান্য বিভাগের সহযোগিতায় আয়ুর্বেদ ধারাবাহিকতা (The Ayurveda Continuum) বিষয় কেন্দ্রীক 'আয়ুর্ধারা' (Ayurdhara) শীর্ষক দুদিনের এক জাতীয় সম্মেলন (National Symposium) আজ থেকে শুরু হল কোলকাতার আই আই টি খড়্গপুর নিউটাউন রিসার্চ পার্ক অডিটোরিয়াম' (IIT Kharagpur NewTown Research Park Auditorium, Kolkata)-এ।

আজ সকালে একযোগে মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জাতীয় সম্মেলনের শুভারম্ভ করেন 'ন্যাশনাল কমিশন ফর ইণ্ডিয়ান সিস্টেম অব মেডিসিন, নিউ দিল্লী' (National Commission for Indian System of Medicine, New Delhi)-র অধ্যক্ষ জয়ন্ত দেবপুজারী (Chairman, Jayant Deopujari), দীপক ইশরানী (Deepak Ishrani), অধ্যাপক জয় সেন (Prof. Joy Sen), অধ্যাপক মনোরঞ্জন সাহু( Prof. Monoranjan Sahu), অধ্যাপক রাম মনোহর (Prof. Ram Monohar), অধ্যাপক সৌমেন দাস (Prof. Soumen Das), অধ্যাপক জ্যোতির্ময় চ্যাটার্জি (Prof. Jyortirmoy Chatterjee)।

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "ভারতের প্রথম আই আই টি রূপে আয়ুর্বেদ নিয়ে জাতীয় স্তরের সম্মেলন আয়োজন করল আই আই টি খড়্গপুর।
'আয়ুর্ধারা' শীর্ষক দুদিন ব্যাপী এই জাতীয় সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।"


জাতীয় সম্মেলন শুরুর পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আই আই টি খড়্গপুর-এর অধ্যাপক জয় সেন জানান, "ভারত বিশ্বকে গণিত শাস্ত্রে যেমন দিশা দেখিয়েছে ঠিক সেভাবেই শরীর ও ঔষধ বিষয়ক জ্ঞান সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দিয়ে গেছে। বহির্বিশ্ব আজ শ্রদ্ধার সাথেই ধ্যান, যোগ সহ আয়ুর্বেদকেও আত্মস্থ করার উদগ্রীব চেষ্টা করছে। বর্তমান আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোকে নতুন করে আমাদেরও আয়ুর্বেদ চর্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সময় এসেছে জাতীয় গৌরব তথা ঐতিহ্যকে পুনরায় উপলব্ধি করার।"

Comments