বর্তমান অর্থনৈতিক সঙ্কট থেকে সহজে নিস্তার পেতে গেলে ভারত বাংলাদেশকে এখন আরো নিবিড় সম্পর্ক নিয়ে এগোতে হবে : ডঃ আতিউর রহমান


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১০ নভেম্বর '২২):- "ইজরায়েল ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলাকালীন বর্তমান অর্থনৈতিক সঙ্কট থেকে সহজে নিস্তার পেতে গেলে ভারত বাংলাদেশকে এখন আরো নিবিড় সম্পর্ক নিয়ে এগোতে হবে," বলে নিজের মতামত ব্যক্ত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University)-এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর (Bangabandhu Chair Professor) তথা বাংলাদেশ সেন্ট্রাল ব্যাঙ্ক (Bangladesh Central Bank)-এর প্রাক্তন গভর্নর (Former Governor) ডঃ আতিউর রহমান (Dr. Atiur Rahman)।

আজ সন্ধ্যায় কোলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club)-এ 'ইনফিনিটি' (Infinity) এবং 'সেভেন রেঞ্জার্স' (Seven Rengers)-এর যৌথ উদ্যোগে 'ইন্দো-বাংলা টাইজ রোল অব এডুকেশন, হেল্থকেয়ার ইন ব্রিজিং সোস্যাল ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপ' (Indo-Bangla Ties Role of Education, Healthcare in bridging Social Infrastructural Gap) শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথি ও মুখ্য বক্তা রূপে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেন।
আতিউর রহমান আরো বলেন, "সম্প্রতি মালদ্বীপ ভারতের তুলনায় অর্থনৈতিক ক্ষেত্রে সামান্য একটু প্রগতি করলেও আমরা আশাবাদী ভারত তার হৃত সম্মান অচিরেই উদ্ধার করবে।
যুদ্ধ চলাকালীন আমাদের দুই দেশে যত না আভ্যন্তরীণ ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, তার থেকে ঢের বেশি ক্ষতি হচ্ছে আমাদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশ বহির্বিশ্ব থেকে জলপথে যে সামগ্রীই আনছে তার প্রত্যেক ক্ষেত্রেই আনার খরচ বহুগুণ বেড়ে গেছে।
আমার বিশ্বাস, অর্থনৈতিক সঙ্কটের বিশেষ এই মুহুর্তে দুই দেশ মানসিকভাবে আরো পাশাপাশি থাকলে অতি সহজেই সঙ্কট থেকে মুক্ত হওয়া যেতে পারে।"


আজকের অনুষ্ঠানে আতিউর রহমান-এর পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির চণ্ডীতলা-র বিধায়ক (MLA Chanditala, Hoogly) স্বাতী খোন্দকার (Swati Khondkar), 'কোলকাতা প্রেস ক্লাব'-এর সভাপতি (President, Kolkata Press Club) স্নেহাশিস সুর (Snehasis Sur) সহ আরো কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments