ন্যাশনাল অ্যান্টি-মাইক্রোবিয়াল স্টিউয়ার্ডশিপ প্রোগ্রাম চালু করল অ্যাপোলো

এম রাজশেখর 

কোলকাতা (১৭ নভেম্বর '২২):- বিশ্বের উন্নত দেশগুলো অনেক আগেই রোগীর দেহে কথায় কথায় মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলেও, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে সে বিষয়ে একেবারে চোখ বুজিয়ে ছিল।
ভারতে বিনাকারণে আকছার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারের ক্ষেত্রে এবার সম্ভবতঃ কুম্ভকর্ণের নিদ্রা ভাঙার একটা অস্পষ্ট ইঙ্গিত মিলতে চলেছে।

বহির্বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তালে তাল মিলিয়ে এবার কথায় কথায় মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে চলেছে অ্যাপোলো।
আজ 'ন্যাশনাল এন্টি-মাইক্রোবিয়াল স্টিউয়ার্ডশিপ প্রোগ্রাম' (National Anti-microbial Stewardship Programme) এর সূচনা করে এক ভার্চুয়াল মিটিংয়ে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে 'অ্যাপোলো হসপিটাল গ্রুপ' (Apollo Hospitals Group)-এর অধ্যক্ষ (Chairman) ডাঃ প্রতাপচন্দ্র রেড্ডি (Dr. Pratap Chandra Reddy) জানান, "যৌক্তিক রূফে পরিমিত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাবস্থাপত্রে চিকিৎসকদের লিখে দেওয়া দামী দামী অ্যান্টিবায়োটিক ওষুধ রোগীর আত্মীয়স্বজন নির্দিষ্ট মাত্রায় কিনতে না পারার ফলে একদিকে যেমন ওষুধের মাত্রার ঘাটতি জনিত কারণে রোগটা সময় মতো সারে না, তেমনই অন্যদিকে পরবর্তী সময়ে জরুরী কালীন পরিস্থিতিতে রোগীর শরীরে (Drug Resistance) ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না।

ডাঃ রেড্ডি আজ 'অ্যাপোলো হসপিটালস গ্রুপ'-এর নিয়ন্ত্রণাধীন সমস্ত হাসপাতালে 'এনএএসপি' (NASP) চালু করে আশাপ্রকাশ করেন, "পরিমিত মাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধের যুক্তিপূর্ণ ব্যবহার হলে সমাজের সর্বস্তর উপকৃত হবে।"

Comments