দুদিনের চিকিৎসার শেষে হাসপাতাল থেকে পায়ে হেঁটে বাইরে বেড়িয়ে গাড়িতে উঠলেন স্বামী শিবানন্দ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৬ নভেম্বর '২২):- দুদিন ব্যাপী বিভিন্ন ধরনের চিকিৎসার শেষে কোলকাতার এক বেসরকারী হাসপাতাল থেকে পায়ে হেঁটে বাইরে বেড়িয়ে গাড়িতে উঠলেন বেনারসবাসী 'পদ্মশ্রী' পুরস্কার প্রাপ্ত (Padmashree Awardee) 'স্বামী শিবানন্দ' (Swami Shivananda)।

আজ চিকিৎসকদের সাথে গটগট করে পায়ে হেঁটে বাইরে বেরনোর সময় তাঁকে দেখে একবারও মনে হয়নি তিনি অসুস্থ।
ডাঃ সৌতিক পাণ্ডা (Dr. Sautik Panda) স্বামী শিবানন্দ-র বর্তমান স্বাস্থ্য প্রসঙ্গে জানিয়েছেন, "ওঁনার শরীরে বয়সজনিত কিছু সমস্যা ছাড়া বড়ো রকমের অন্য কোনো সমস্যা নেই।"

১২৬ বছরের জীবিত ব্যক্তি স্বামী শিবানন্দ-কে নিয়ে এই মুহুর্তে দেশজুড়ে বিশেষ ধরনের এক চর্চা চলছে। তাঁকে দেখে এক শ্রেণীর মানুষের ধারণা তাঁর বয়স কখনোই ১২৬ হতে পারে না। যদিও আর এক শ্রেণীর মানুষ 'আধার কার্ড' অনুযায়ী তাঁর বয়সকেই মান্যতা দেওয়ার পক্ষপাতী।

স্বামী শিবানন্দ কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার মুহূর্তে আজ এক লিখিত প্রেস বিবৃতি জারি করে ওই বেসরকারী হাসপাতালের ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডাঃ রুপালি বাসু (Dr. Rupali Basu, Managing Director & CEO) জানান, "গত বছর থেকে আমরা ওঁনার চিকিৎসা করছি। বারাণসীর অধিবাসী হয়েও তিনি যে চিকিৎসার বিষয়ে আমাদের উপর ভরসা করেন এর জন্য আমরা ধন্য।"

Comments