উত্তর ২৪ পরগনা জেলা থেকে শুরু হল এই বছরের জেলাওয়াড়ী খাদি মেলা : সুমিতা বাগচী


এম রাজশেখর 

মধ্যমগ্রাম (২৮ নভেম্বর '২২):- " উত্তর ২৪ পরগনা জেলা থেকে শুরু হল এই বছরের জেলাওয়াড়ী খাদি মেলা, এর পরে একে একে অন্যান্য জেলাতেও হবে 'জেলা খাদি মেলা ২০২২' (Zilla Khadi Mela 2022)," বলে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ'-এর মুখ্য নির্বাহী আধিকারিক এবং পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সচিব সুমিতা বাগচী (Sumita Bagchi, Chief Executive Officer, West Bengal Khadi & Village Industries Board & Special Secretary, Government of West Bengal)।
আজ উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে অবস্থিত 'সুভাষ ময়দান' (Subhas Maidan, Madhyamgram, North 24 Parganas)-এ সপ্তম বর্ষের জেলা খাদি মেলার উদ্বোধক রূপে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে শ্রীমতী বাগচী এই কথা বলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, 'পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ' আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছিল ১৯৬০ সালের ১ এপ্রিল।
বর্তমানে এই দপ্তরের কাঁধেই রয়েছে 'মসলিন' (Muslin Project) ও 'বালুচরি' (Baluchari Project)-র বিকাশের গুরুদায়িত্ব।

উদ্বোধক ছাড়াও আজকের সভায় সভাপতি রূপে উপস্থিত ছিলেন 'পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ'-এর সভাপতি কল্লোল খাঁ (Kallol Khan, Chairman, West Bengal Khadi & Village Industries Board), উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ-এর সভাধিনেত্রী বীণা মণ্ডল (Bina Mondal, Chairperson, North 24 Parganas Zilla Parishad), মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ (Nimai Ghosh, Chairman, Madhyamgram Municipality), 'খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ'-এর উত্তর ২৪ পরগনার জেলা আধিকারিক তপনজ্যোতি দাস (Tapan Jyoti Das, District Officer, North 24 Parganas, West Bengal Khadi & Village Industries Board) সহ একাধিক বরেণ্য ব্যক্তি।

'জেলা খাদি মেলা ২০২২' চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত, খাদি প্রেমী জনগণ প্রবেশ মূল্য হীন এই মেলায় নির্দিষ্ট দিন পর্যন্ত রোজ অবাধে বেলা ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। এই মেলায় রয়েছে কমবেশি ১৩০ টা বিক্রয় কেন্দ্রে।
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "এখানে উন্নত মানের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে।"

Comments