ইজেডসিসি-র তত্ত্বাবধানে সোমবার থেকে কোলকাতায় শুরু হচ্ছে বন্দে ভারতম নৃত্য উৎসব


এম রাজশেখর 

কোলকাতা (২৬ নভেম্বর '২২):- 'ইজেডসিসি' (Eastern Zonal Cultural Centre)-র তত্ত্বাবধানে সোমবার থেকে কোলকাতায় শুরু হচ্ছে 'বন্দে ভারতম নৃত্য উৎসব ২০২৩' (Vande Bharatam Nritya Utsav 2023)।
আজ কোলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club)-এ এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য পরিবেশন করেন 'ইজেডসিসি'-র নির্দেশক আশিস গিরি (Ashis Giri, Director, EZCC)।

সাংবাদিক সম্মেলনে 'ইজেডসিসি'-র অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্টেশন অফিসার অভিজিৎ চ্যাটার্জি (Avijit Chatterjee, Administrative Documentation Officer) এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ কুনাল ঘোষ (Kunal Ghosh, Programme Executive)-এর মাঝে বসে আশিস গিরি জানান, 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)-এর অঙ্গ রূপে 'বন্দে ভারতম নৃত্য উৎসব ২০২৩' সংগঠিত হচ্ছে।
তিনটি পর্যায়ে কোলকাতায় হবে এই অনুষ্ঠান। প্রথম পর্যায়ে ২৮ নভেম্বর ব্যক্তিগত প্রতিযোগিতা এবং ২৯ নভেম্বর সমষ্টিগত প্রতিযোগিতা হবে ইজেডসিসি-র পূর্বশ্রী অডিটোরিয়াম (Purbashree Auditorium, EZCC, Kolkata)-এ, অপর পক্ষে ৩০ নভেম্বর জোনাল পর্যায়ের প্রতিযোগিতা হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি (Jorasanko Thakurbari)-তে।"

Comments