২২ জনকে গৌরব রত্ন পুরস্কার সহ ১৩ টা পুজো সংগঠককে বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান প্রদান করল এইচ এন এক্সপ্রেস


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৪ নভেম্বর '২২) :- গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে কর্মরত ২২ জন পৃথক ব্যক্তির হাতে সম্মানজনক 'গৌরব রত্ন পুরস্কার' (Gourav Ratna Award) সহ বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০২২ (Viswa Sampritee Aalok Samman 2022) তুলে দিল ডিজিট্যাল মিডিয়া (Digital Media) 'এইচ এন এক্সপ্রেস' (H N Express)।

পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ (Nimai Ghosh, Chairman, Madhyamgram Municipality), পৌরপারিষদ সদস্য অরবিন্দ মিত্র (Arabinda Mitra, Member CIC, Madhyamgram Municipality) পৌরসভার বিরোধী দলনেতা অলোক সাহা (Alok Saha, Leader of Opposition, Madhyamgram Municipality), পৌরপ্রতিনিধি অন্তরা মজুমদার (Antara Majumder, Councillor, Madhyamgram Municipality), 'বিলিভার্স ইস্টার্ন চার্চ'-এর মহাযাজক শম্ভু দাস (Rev. Shambhu Das, Believers Eastern Church) সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিনের অনুষ্ঠানে 'কৃষ্ণা সায়েন্স ফাউণ্ডেশন' (Krishna Science Foundation)-এর তরফ থেকে 'সঞ্চার' (Sanchar) নামাঙ্কিত এক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের হৃদযন্ত্র ও ফুসফুসের ক্রিয়া সাময়িকভাবে বাঁধা প্রাপ্ত হলে কী করা উচিত 'সি পি আর' (Cardio Pulmonary Resuscitation) পদ্ধতির মাধ্যমে সেটাই অনুষ্ঠানে আগত ব্যক্তিবর্গকে হাতে কলমে শিখিয়ে দেন 'নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল বারাসাত' (Narayana Multispeciality Hospital, Barasat)-এর দুই চিকিৎসক সুনন্দন শিকদার (Dr. Sunandan Shikdar) এবং অভ্রদীপ দাস (Dr. Abhradeep Das)।

প্রসঙ্গত উল্লেখ্য, ২৩ অক্টোবর ডিজিট্যাল মিডিয়া 'এইচ এন এক্সপ্রেস' এবছরের 'বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০২২' দেওয়ার লক্ষ্যে পুজো পরিক্রমার আয়োজন করেছিল। সংস্থার বিচারকগণের বিচারে এই বছর বিভিন্ন বিভাগে মোট ১৩ টা পুজো আয়োজক সংগঠনকে জয়ী ঘোষণা করা হয়েছিল।
আজ মধ্যমগ্রামের 'নজরুল শতবার্ষিকী সদন' থেকে 'গৌরব রত্ন পুরস্কার' বিতরণের পাশাপাশি পুজো সংগঠকদেরও পুরস্কৃত করা হয়। বিভিন্ন বিভাগে এই বছর যে সকল পুজো সংগঠন পুরস্কার পেয়েছে তারা হল :
সার্বিক প্রথম : শতদল (বারাসাত)
সার্বিক দ্বিতীয় : নবপল্লী সর্বজনীন (বারাসাত)
সেরা পরিবেশ বান্ধব : তরুছায়া (বারাসাত)
সেরার সেরা : পূর্বাশা যুব পরিষদ
সেরা প্রতিমা : রবীন্দ্রপল্লী এ্যথলেটিক ক্লাব
সেরা মণ্ডপসজ্জা : উদয়রাজপুর মেঘদূত শক্তি সংঘ 
সেরা আলোকসজ্জা : চন্ডীগড় ইউনাইটেড এ্যথলেটিক ক্লাব
সেরা ভাবনা : নবীন সংঘ
সেরা মানবিক : বসুনগর প্রতাপ সংঘ
সেরা সমাজ-সংগঠন : নিবেদিতা সরণি শ্যামাপূজা কমিটি
সেরা সম্প্রীতি : ন'পাড়া ক্ষুদিরামপল্লী
সেরা ব্যবস্থাপনা : বিধানপল্লী সার্বজনীন শ্যামাপূজা কমিটি

Comments