কারিগরী শিক্ষান্তে ৬০ জনের হাতে শংসাপত্র প্রদান করল এসেনসিভ এডুকেয়ার লিমিটেড


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৩ নভেম্বর '২২):- সফলভাবে কারিগরী প্রশিক্ষণান্তে ৬০ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীকে আজ শংসাপত্র এবং কর্মসামগ্রী (Certificates & Tools kit) প্রদান করল 'এসেনসিভ এডুকেয়ার লিমিটেড' (Ascensive Educare Limited)।

'জিনিয়াস কনসালট্যান্টস লিমিটেড' (Genius Consultants Limited)-এর সমাজসেবা মূলক সংস্থা 'জিনিয়াস ফাউণ্ডেশন' (Genius Foundation)-এর অর্থনৈতিক সহায়তায় এবং 'ইলেকট্রনিক্স সেক্টর স্কিল কাউন্সিল অব ইণ্ডিয়া' (Electronics Sector Skill Council of India)-র সহযোগিতা নিয়ে 'এসেনসিভ এডুকেয়ার লিমিটেড' (Ascensive Educare Limited) সাম্প্রতিক অতীতে 'স্কিল অ্যাণ্ড এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম' (Skill & Entrepreneurship Development Training Programme) আয়োজন করেছিল।

'কোলকাতা প্রেস ক্লাব' (Kolkata Press Club)-এ আয়োজিত 'শংসাপত্র ও কর্মসামগ্রী বিতরণ কর্মসূচি'-র পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'জিনিয়াস কনসালট্যান্টস লিমিটেড'-এর মুখ্য ব্যাবস্থাপক নির্দেশক আর পি যাদব (R. P. Yadav, Chief Managing Director of Genius Consultants Limited) জানান, "বাণিজ্যিক সংস্থার সামাজিক দায়িত্ব (Corporate Social Responsibility) রূপে আমাদের সংস্থার অধীন 'জিনিয়াস ফাউণ্ডেশন' অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের ৬০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল।
প্রশিক্ষণান্তে আজ সফল প্রশিক্ষণ প্রার্থীদের হাতে শংসাপত্র ও কর্মসামগ্রী তুলে দেওয়া হল।"

শ্রী যাদব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'এসেনসিভ এডুকেয়ার লিমিটেড'-এর ব্যাবস্থাপক নির্দেশক সায়নী চ্যাটার্জি (Sayani Chatterjee, Managing Director, Ascensive Educare Limited), তন্ময় দাস নির্দেশক ও মুখ্য কার্যবাহী আধিকারিক (Tanmoy Das, Director & Chief Operating Officer, Ascensive Educare Limited) সহ একাধিক বরেণ্য ব্যক্তি।



Comments