উন্মোচিত হল কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ সংখ্যা শারদ শিউলি


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২০ নভেম্বর '২২):- কোলকাতার মহাজাতি সদন-এ কোলকাতার সাহিত্য সংস্কৃতি জগতের অন্যতম পরিচিত মুখ তথা স্বনামধন্য কবি জয় গোস্বামী (Poet Joy Goswami)-র হাত দিয়ে আজ উন্মোচিত হল 'কবিতার কক্ষপথ' সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ সংখ্যা 'শারদ শিউলি' (Sharad Shiuli)।

'শারদ শিউলি'-র আনুষ্ঠানিক উন্মোচনের পরে 'কবিতার কক্ষপথ' সাহিত্য পত্রিকার তরফ থেকে সম্পাদিকা সুপর্ণা চক্রবর্তী (Suparna Chakrabarty, Secretary, Kavitar Kakshpath) সাংবাদিকদের জানান, "কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকা-র সদস্য সংখ্যা এই মুহুর্তে আড়াই হাজার (২,৫০০)-এর আশেপাশে। তাঁদের মধ্যে থেকে ২১৭ জন কবি-র মৌলিক কবিতা নিয়ে তৈরি হয়েছে আমাদের প্রথম বর্ষ সংখ্যা 'শারদ শিউলি'।"
অপরদিকে 'কবিতার কক্ষপথ' সাহিত্য পত্রিকার সভানেত্রী মৈত্রেয়ী চক্রবর্তী (Maitrayee Chakrabarty, Chairperson, Kaviter Kakshapath)-কে পাশে নিয়ে সাহিত্য পত্রিকার সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী (Ujwal Chowdhury, General Secretary, Kaviter Kakshapath) বলেন, "নবীন ও প্রবীণ কবিদের কবিতা সমৃদ্ধ ৬৪ পাতার এই বইয়ের বিনিময় মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।"

'শারদ শিউলি'-র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের অঙ্গ রূপে আজ অনুষ্ঠান মঞ্চ থেকে 'বেহালা হ্যাপি হোম'-এর আবাসিক অনাথ শিশুদের সুশিক্ষার লক্ষ্যে সংস্থার কর্তৃপক্ষের হাতে শিক্ষা সহায়ক সামগ্রী রূপে খাতা, পেন্সিল ও কলম তুলে দেওয়া হয়।


Comments