মার্কিন সংস্থা ন্যাসড্যাকের তালিকাভুক্ত অ্যাভ্রা মেডিক্যাল রোবোটিকস এর সাথে হাত মেলাল এসএস ইনোভেশনস

এম রাজশেখর 

কোলকাতা (১৯ নভেম্বর '২২):- মার্কিন সংস্থা 'ন্যাসড্যাক'-এর তালিকাভুক্ত 'অ্যাভ্রা মেডিক্যাল রোবোটিকস' (Avra Medical Robotics Inc.)-এর সাথে গাঁটছড়া বাঁধল ভারতীয় সংস্থা 'এস এস ইনোভেশনস' (S S Innovations)।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রোবোটিক কার্ডিয়াক সার্জন ডা: সুধীর পি শ্রীবাস্তব (Dr. Sudhir P Shrivastav) 'এস এস আই মন্ত্রা' (SSI Mantra) নামের এক দেশীয় রোবোটিক প্রযুক্তি উদ্ভাবন করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। ফলতঃ, রোবোটিক সার্জারি ভারতেও সুলভ হতে চলেছে।
এর পাশাপাশি 'এস এস ইনোভেশনস', 'অ্যাভ্রা মেডিক্যাল রোবোটিকস'-এর সাথে গাঁটছড়া বাঁধার ফলে ভারতীয় প্রযুক্তি আন্তর্জাতিক বাজার দখলেও অগ্রনী হবে বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা।

গত ১৭ নভেম্বর দুই সংস্থার মেলবন্ধনের স্বর্ণিম মূহূর্তে উপস্থিত থেকে 'দ্য ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম' (The Vinchi Surgical System)-এর উদ্ভাবক তথা 'রোবোটিক সার্জারির জনক' (Father Figure of Robotic Surgery) হিসেবে পরিচিত ডা: ফ্রেডরিক মল (Dr. Fredrik Mall) বলেছেন "আমি রোমাঞ্চিত এই রোবোটিক সার্জারির প্রসার দেখে। এবার ভৌগলিক সীমারেখা অতিক্রম করে পূর্ব-পশ্চিমের মানুষ এই নতুন প্রযুক্তির সুফল লাভ করবেন। এই প্রযুক্তি এশিয়ার চিকিৎসা জগতে নতুন গতি আনবে বলে আমার বিশ্বাস।"

অন্যদিকে 'এসএস ইনোভেশনস'-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান এবং সিইও ডা: সুধীর পি শ্রীবাস্তব (Dr. Sudhir P Shrivastav, Founder, Chairman & CEO of S S Innovations) বলেন, "এই মেলবন্ধন আমাদের উদ্ভাবনের বিশ্বায়নের স্বপ্ন সফল করবে। আমরা জানি চিকিৎসা প্রযুক্তির সাফল্য আগামীতে নিখুঁত সার্জারির উপর নির্ভর করবে, তাই এই মেলবন্ধনের মাধ্যমে বিশ্ব জুড়ে আমরা রোবোটিক সার্জারির প্রসার ঘটাতে পারব। 'অ্যাভ্রা মেডিক্যাল রোবোটিকস' সাথে হাত মেলানোর ঘটনা আমাদের 'মেক ইন ইন্ডিয়া'র ভাবনাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সহায়তা করবে। আত্মনির্ভর ভারতের উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ আমাদের চিকিৎসা-প্রযুক্তির স্টার্টআপ সংস্থা 'ন্যাসড্যাক'-এর তালিকায় চলে আসবে যা ভারতের জন্য সততই গর্বের বিষয়। আমরা অত্যন্ত আনন্দিত যে রোবোটিক সার্জারির জনক ডা: ফ্রেডরিক মল ২৫ বছর পূর্বে রোবোটিক সার্জারির প্রসারের যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়িত হচ্ছে।"

অনুষ্ঠানে উপস্থিত থেকে 'অ্যাভ্রা মেডিক্যাল রোবোটিকস'-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ব্যারি এফ কোহেন (Barry F Kohen, Founder & Chairman Avra Medical Robotics Inc.) জানিয়েছেন, "আমাদেল দুই সংস্থার মিলনে মেডিক্যাল রোবোটিকস পূর্ব-পশ্চিমে যথেষ্ট সমাদর পাবে এবং নিখুঁত সার্জারিও সুলভ হবে বলে আমার বিশ্বাস।"

প্রসঙ্গত উল্লেখ্য, 'এসএস ইনোভেশন' ভারতীয় প্রযুক্তিতে প্রথম রোবোটিক আর্ম উৎপাদন শুরু করেছে। সংস্থার উদ্ভাবন করা 'এসএসআই মন্ত্রা' রোবোটিক প্রযুক্তি আন্তর্জাতিক বাজারে উপলব্ধ অন্যান্য রোবোটিক প্রযুক্তির মতোই কার্যকর এবং আমদানি করা অন্যান্য প্রযুক্তির তুলনায় খরচও অনেক কম।


Comments