ওম্যান অব সাবস্ট্যান্স অ্যাওয়ার্ড-এ সম্মানিত হলেন অলোকানন্দা রায়


এম রাজশেখর 

কোলকাতা (১৮ নভেম্বর '২২):- কোলকাতার ব্রিটিশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার নিক লো (Nick Low, British Deputy High Commissioner to Kolkata), এবং গণ প্রজাতন্ত্রী চীন (Public Republic of China)-এর কনসাল জেনারেল অব কোলকাতা ঝা লিইউ (Jha Liyou, Consul General of Kolkata)-এর উপস্থিতিতে আজ কোলকাতার 'আইসিসিআর বেঙ্গল গ্যালারি' (ICCR Bengal Gallery, Kolkata)-তে সম্মানিত হলেন কোলকাতার নৃত্যশিল্পী ও সমাজকর্মী অলোকানন্দা রায়।

'কুচিনা ফাউণ্ডেশন' (Kutchina Foundation)-এর সপ্তম বার্ষিক দিবস (7th Annual Day) উপলক্ষ্যে 'কুচিনা ফাউণ্ডেশন'-এর তরফ থেকে নৃত্যশিল্পী ও সমাজকর্মী অলোকানন্দা রায় (Dancer & Social worker Alokananda Roy)-কে 'ওম্যান অব সাবস্ট্যান্স অ্যাওয়ার্ড ২০২২' (Woman of Substance Award 2022) দ্বারা সম্মানিত করা হয়।


অনুষ্ঠানে 'কুচিনা ফাউণ্ডেশন'-এর চেয়ারপার্সন নমিত বাজোরিয়া (Namit Bajoria, Chairperson, Kutchina Foundation), 'কুচিনা ফাউণ্ডেশন'-এর অছি পরিষদের সদস্য দেবাদিত্য চৌধুরী (Debaditya Chowdhury, Trustee, Kutchina Foundation) সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে 'কুচিনা ফাউণ্ডেশন'-এর বার্ষিক প্রতিবেদন (Dossier)ও উন্মোচিত হয়।

Comments