পবিত্র গীতাকে জাতীয় গ্রন্থ রূপে চিহ্নিত করণের দাবী তুলতে চলেছে সনাতন ধর্মে বিশ্বাসী পশ্চিমবঙ্গের বেশ কিছু ধর্মীয় সংগঠন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৭ নভেম্বর '২২):- আগামী ৫ ডিসেম্বর ৫০০০ গীতাপ্রেমী ব্যক্তির পবিত্র গীতাপাঠ' (Recitation of Holy Geeta)-এর মাধ্যমে পবিত্র ধর্মপুস্তক 'গীতা' (Geeta)-কে জাতীয় গ্রন্থ (National Book) রূপে চিহ্নিত করণের দাবী তুলতে চলেছে সনাতন ধর্মে বিশ্বাসী পশ্চিমবঙ্গের বেশ কিছু ধর্মীয় সংগঠন।

গত ১২ নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরের ইসকন (ISKCON) মন্দির সংলগ্ন এক স্থানে সাংবাদিক সম্মেলন (Press Conference) করে এই সূচনা দেয় সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু ধর্মীয় সংগঠন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বেলডাঙা 'ভারত সেবাশ্রম সংঘ' তথা 'সনাতন সংস্কৃতি সংসদ'-এর অধ্যক্ষ (President, Bharat Sevashram Sangha, Beldanga & Sanatan Sanskriti Samsad) স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ (Swami Pradiptananda Maharaj), 'সারস্বত গৌড়ীয় সংঘ'-র সম্পাদক (Secretary, Goudia Saraswat Sangha) স্বামী ভক্তিসাধন তৎপর মহারাজ (Swami Vaktisadhan Tatpar Maharaj), স্বামী কেশবানন্দ পুরী মহারাজ (Swami Keshabananda Puri Maharaj), স্বামী দয়ানন্দ পুরী মহারাজ (Swami Dayananda Puri Maharaj) সহ ইসকন মন্দিরের একাধিক সন্ন্যাসীগণ।

আয়োজক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, "৫,১২৩ বছরের পুরনো 'শ্রীমদ্ভগবদ গীতা'-য় রয়েছে 'উপনিষদ'-এর সারতত্ত্ব। এখান থেকেই পাওয়া যায় জীবন সম্পর্কিত নানান গূঢ় তত্ত্ব। গীতা এক জীবনমুখী গ্রন্থ। গীতার শিক্ষা অবিতর্কিত শিক্ষা, এই শিক্ষা দেশের সকল সম্প্রদায়ের মান্য শিক্ষা।
এই মুহূর্তে ভারতের ৭০ শতাংশ নাগরিক ও বহির্বিশ্বের প্রত্যেক দেশের ৫ শতাংশ মানুষ প্রত্যহ গীতা পাঠ ও গীতার জ্ঞান অনুশীলনের মাধ্যমে নিজেদের জীবনকে আদর্শ মানবজীবনে উন্নত করতে সচেষ্ট আছেন।
বিশ্বের সর্বাঙ্গীন কল্যাণ ও ভারতের রাষ্ট্রহিতের লক্ষ্যে অবিলম্বে 'গীতা'-কে 'জাতীয় পুস্তক'-এর মর্যাদা দেওয়া প্রয়োজন।"


 সাংবাদিক সম্মেলনে রিষড়ার 'প্রেম মন্দির আশ্রম' তথা 'সনাতন সাংস্কৃতি সংসদ'-এর সম্পাদক (Secretary, Prem Mandir Ashram Rishra & Sanatan Sanskriti Samsad) স্বামী নির্গুণানন্দ মহারাজ (Swami Nirgunananda Maharaj) জানান, "সনাতন শিক্ষাই জনগণকে রাষ্ট্রহিতের সুশিক্ষা দিতে পারে। দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত ভারত গড়ার লক্ষ্যে অবিলম্বে 'গীতা'-কে জাতীয় ধর্মগ্রন্থ-র স্বীকৃতি দেওয়া উচিত এবং তার সাথে সাথে ভারতের সরকারী ও বেসরকারী প্রত্যেক শিক্ষাঙ্গনেই প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর পাঠ্যে গীতা সম্পর্কিত পাঠ্যাংশ বাধ্যতামূলক ভাবে রাখতে হবে। এই দুই দাবী আদায়ের লক্ষ্যে আমরা আগামী ৫ ডিসেম্বর সকাল ১১ টা থেকে ইসকন মন্দির (ISKCON Temple) সংলগ্ন স্থানে ৫ হাজার ব্যক্তি (5 Thousand Persons) একত্রিত হয়ে গীতার প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ, ও অষ্টাদশ অধ্যায় উচ্চরবে পাঠ করব।
পাঠের পরে দেশের রাষ্ট্রপতি (Honourable President, Government of India) ও কেন্দ্রীয় সরকার (Central Government)-এর কাছে আমরা দাবী সম্পর্কিত স্মারক লিপিও প্রেরণ করব।" 

সাংবাদিক সম্মেলনের আয়োজক সংগঠনগুলোর তরফ থেকে যৌথভাবে জানানো হয়েছে, "১২ নভেম্বর পর্যন্ত ৪ হাজার ব্যক্তি ৫ ডিসেম্বর একত্রে 'গীতাপাঠ' করার জন্য আবেদন পত্র লিখিতভাবে পূরণ করেছেন।
আগামী ৫ ডিসেম্বর সম্মিলিত গীতাপাঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক নাগরিককে ভগবান কৃষ্ণ-র আশীর্বাদ স্বরুপ উত্তরীয়, মহাপ্রসাদ এবং বিশেষ শংসাপত্র প্রদান করা হবে।" 

আশা করা হচ্ছে প্রকাশ্যে ৫ হাজার ব্যক্তির সম্মিলিত 'গীতাপাঠ'-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতে 'সনাতনী সংস্কৃতি'-র মহাজাগরনের সূচনা হতে চলেছে। বর্ষব্যাপী গীতা আন্দোলনের সূচনা হবে আগামী ৫ ডিসেম্বরের ওই মহা মূহূর্ত থেকেই। 

সম্মিলিত গীতাপাঠ অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক জনগণ নিম্নলিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন :-

মুর্শিদাবাদ :- 
বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ 
বহরমপুর ভারত সেবাশ্রম সংঘ 
কান্দি হিন্দু মিলন মন্দির জেমো
8509949679

নদীয়া :-
মায়াপুর :
পলাশ প্রভু 9153839970
নবদ্বীপ : 
কেশবপুরী মহারাজ 9732594789
রাতুল গোস্বামী 8536914892
কল্যাণী :
সুশান্ত মজুমদার 8240398988

কলকাতা :-
সমীর দা 9836244635
মধ্য কলকাতা :
শ্যামাঞ্জন শূর 7003884412
দক্ষিন কলকাতা :
কল্লোল দাস 9830420979

হাওড়া :-
মন্দিরতলা (গীতা ভবণ)
গোপা চ্যাটার্জি 9073654530
শঙ্কর মন্ডল 9331250427
বাগনান :
নিমাই গুছাইত 8044801020 

দক্ষিন ২৪ পরগনা :-
ভারত সেবাশ্রম সংঘ (কাকদ্বীপ) 
রতিকান্ত মহারাজ 9775090611
দীনবন্ধু ঘরামি 7699199054

উত্তর ২৪ পরগনা :-
বারাসাত :
ব্রজেন রায় 9836627028 

হুগলী :- 
রিষড়া :
প্রেম মন্দির আশ্রম 7003678520
ত্রিবেণী :
তমাল দাস 7044745530

মেদিনীপুর :- 
ভক্তিপদ দলুই 7001951241
গড়বেতা : 
শুভজিৎ দত্ত 8101659295

পূর্ব বর্ধমান :- 
কাটোয়া : 
বিশ্বজিৎ মজুমদার 9932335750
পূর্বস্থলী : 
সন্তোষ মোদক 9378121838
গুসকরা :
নিলয় চোঙদার 7908345263
গীতা প্রচার কেন্দ্র - বর্ধমান
শংকর মহারাজ - 8434949985

বীরভূম : - 
বোলপুর : 9547880706
সাঁইথিয়া :
শুভজিৎ 9064292273
সরস্বতী শিশু মন্দির - কোটাশুড়
মল্লিকপুর, তারাপীঠ :
রাজেন দফাদার 8637392054 
দুবরাজপুর :
বিশ্বরূপ 8910922489
ময়ূরেশ্বর :
ঋষিকেশ সরকার 9932181880

Comments