সিওপিডি-র প্রকোপ, প্রভাব, উপসর্গ ও চিকিৎসা সম্পর্কে জনগণকে অবহিত করল নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল বারাসাত


এম রাজশেখর 

বারাসাত (১৬ নভেম্বর '২২):- নাগরিক সমাজে 'ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ' সংক্ষেপে 'সিওপিডি' (Chronic Obstructive Pulmonary Disease @ COPD)-র প্রকোপ, প্রভাব, উপসর্গ ও চিকিৎসা সম্পর্কে জনগণকে অবহিত করল 'নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল' (Narayana Multispeciality Hospital)-এর বারাসাত শাখা (Barasat Branch)।

'বিশ্ব সিওপিডি দিবস' (World COPD Day) উপলক্ষ্যে 'নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল'-এর বারাসাত শাখা আজ সাংবাদিক সম্মেলন (Press Conference) করে বৃহত্তর নাগরিক সমাজকে 'সিওপিডি' (COPD)-র বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করল।

'নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল', বারাসাত শাখা-র সাথে যুক্ত দুই চিকিৎসক ডাঃ অভ্রদীপ দাস (Dr. Abhradeep Das, Consultant Pulmonologist) ও ডাঃ স্বরূপ পাল (Dr. Swarup Paul, Consultant Pulmonologist & Critical Care) নিজেদের প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে রোগী ও জনগণকে এই রোগের কারণ, প্রকোপ, রোগী শরীরের উপর প্রভাব ও চিকিৎসা বিষয়ক সংক্ষিপ্ত তথ্য পরিবেশন করেন।

এই মুহূর্তে সমগ্র বিশ্ব মূলতঃ তিন প্রকারের 'সিওপিডি'  (3 types of COPD) বেশি চিন্তান্বিত।
এই ধরণগুলো হল :-
'এম্ফিসিমা' (Emphysema),
'ক্রনিক ব্রঙ্কাইটিজ' (Chronic Bronchitis),
'এজমা' (Asthma)।

বৈজ্ঞানিক ও চিকিৎসকদের মতে যে যে কারণে এই রোগ নাগরিক সমাজে ছড়িয়ে পড়ে প্রভাব বিস্তার করে তা হল (Risk Factors of COPD) :-
তামাক বা তামাকজাত পদার্থের ধূমপান, কর্মক্ষেত্রে ধুলোবালি ও ক্ষতিকর রাসায়নিকের সাথে দীর্ঘক্ষণ সময় কাটানো, জ্বালানিজাত ধোঁয়ার প্রভাব, হাঁপানি এবং জিনগত কারণ।


ডাঃ অভ্রদীপ দাস আজ পরিস্কার ভাবে জানিয়েছেন, " 'সিওপিডি' হল ফুসফুসের প্রদাহ জনিত এক রোগ।"
অন্যদিকে ডাঃ স্বরূপ পাল দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, "চিকিৎসকদের এড়িয়ে স্থানীয় ওষুধ বিক্রেতাদের কাছ থেকে মর্জিমাফিক ওষুধ কিনে খেয়ে খেয়ে রোগটাকে ভয়ঙ্কর রকম জটিল করে তবেই রোগীরা চিকিৎসকদের স্মরণাপন্ন হন। আগে এলে যে রোগীকে সামান্য কিছু ওষুধ দিয়েই কর্মমুখী করে দেওয়া সম্ভব হত, অনেক পরে চিকিৎসকদের কাছে আসার জন্য রোগের জটিলতার কারণে রোগীকে অধিকাংশ সময় হাসপাতালে ভর্তি করেই চিকিৎসা করতে হয়।"

'বিশ্ব সিওপিডি দিবস'-এ জনগনকে সচেতন করার লক্ষ্যে দুই চিকিৎসক বারংবার জনসাধারণকে ধূম, ধূমপান, ধুলো ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থেকে যথাসম্ভব দূরে থাকার পরামর্শ দান করেন।



Comments