অভিনব আঙ্গিকে শিশুদের মধ্যে শরীর সম্পর্কিত জ্ঞানের জিজ্ঞাসা বাড়িয়ে দিল অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৪ নভেম্বর '২২):- 'শিশু দিবস'-কে উপলক্ষ্য করে শিশুদের মধ্যে নিজেদের শরীর সম্পর্কিত জিজ্ঞাসাকে উস্কে দিয়ে বুদ্ধিদীপ্তভাবে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে দিল 'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস' (Apollo Multispeciality Hospitals)-এর বেশ কয়েকটা শাখা (Several Branches)।

শিশুদের সম্মান জানানো ও শিক্ষা সম্পর্কিত তাদের জিজ্ঞাসাকে প্রোৎসাহিত করার লক্ষ্যে আজ 'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস'-এর কোলকাতা শাখা (Kolkata Branch) স্বাস্থ্য সম্পর্কিত শিশুদের অধিকার (Child's right to health) শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল।

'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস' কোলকাতা-র বিশেষভাবে সজ্জিত এক স্থানে হাসপাতালে চিকিৎসাধীন শিশু বা চিকিৎসাধীন ব্যক্তিদের পরিবারের শিশুদের বিভিন্ন ভাবে মনোরঞ্জন করার জন্য উপস্থিত ছিলেন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ (Paediatricians), পরিষেবিকাগণ (Nurse's) ও অন্যান্য কর্মচারীবৃন্দ।

'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস'-এর কোলকাতা শাখার স্বাস্থ্য অধিকর্তা (Director of Medical Services) ডাঃ সুরিন্দর সিং ভাটিয়া (Dr. Surinder Singh Bhatia) জানিয়েছেন, "অনুষ্ঠানের প্রথম পর্যায়ে 'তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনো' (Know your Organs) নামাঙ্কিত এক পর্বে হৃদয় (Heart), ফুসফুস (Lung), নাক (Nose), কান (Ear) প্রভৃতি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ও তাদের কার্যকারিতা সম্পর্কে শিশুদের বুঝিয়ে বলা হয়।
দ্বিতীয় পর্যায়ে শিশুদের মধ্যে কয়েকজনকে চিকিৎসক ও কয়েকজনকে রোগী সাজিয়ে তাদের মধ্যে জ্ঞানের প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।"

'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস'-এর উদ্যোগে তাদের কোলকাতা শাখার এই মজাদার অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্পষ্টতই বেজায় খুশি অংশগ্রহণকারী প্রত্যেকটা শিশু ও তাদের অভিভাবকবৃন্দ।

Comments