নর্থ পয়েন্ট সিনিয়র সেকেণ্ডারী বোর্ডিং স্কুলে হয়ে গেল জীবন শৈলী সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ পর্ব


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১১ নভেম্বর '২২):- 'ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিদ্যালয়'-এর সৌজন্যে গতকাল অপরাহ্নে কোলকাতার 'নর্থ পয়েন্ট সিনিয়র সেকেণ্ডারী বোর্ডিং স্কুল' (North Point Senior Secondary Boarding School)-এ হয়ে গেল 'জীবন শৈলী' (Art of Living) শিক্ষণ সম্পর্কিত এক অতি সংক্ষিপ্ত বিশেষ প্রশিক্ষণ পর্ব।

আধুনিক ব্যস্ততাময় জীবনে বিবিধ প্রকার চাপের শিকার প্রতিটা ব্যক্তি। বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী থেকে প্রধানশিক্ষক, শিক্ষক-অশিক্ষক কর্মচারী থেকে ছাত্রছাত্রী সবাই আজ কোনো না কোনো চাপের শিকার।
আর এই চাপ আর জীবনে ষড় রিপুর প্রভাব কখন যে মানুষকে ধীরে ধীরে শরীরে মনে অসুস্থ করে তুলছে তা সহজে কেউই বুঝতে পারছেন না।
আমাদের দেশ তথা রাজ্যের শিক্ষাকেন্দ্রগুলোও এই চাপের বাইরে নেই।
কোথাও বিদ্যালয়ের পরিচালন মণ্ডলীর সাথে শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দের মধ্যে অযাচিত চাপ জনিত মানসিক দ্বন্দ্ব, কোথাও বা শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে দ্বন্দ্ব আজ প্রায় প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে প্রকট আকারে মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলতঃ বিদ্যালয়ের অভ্যন্তরে বিবিধ স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর মধ্যে বাড়ছে অনভিপ্রেত সংঘর্ষ।
কোথাও শিক্ষক ও ছাত্রছাত্রী অনাবশ্যক চাপ সহ্য করতে না পেরে একে অপরের শত্রু হয়ে উঠছে তো কোথাও আবার শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের চাহিদাজনিত চাপ এবং ক্ষেত্রবিশেষে অপমান সহ্য করতে না পেরে অনেক সময় নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছেন। এর থেকে কী সমাজের পরিত্রাণ নেই .... ?

এই গড্ডালিকা প্রবাহ থেকে সমাজের মুক্তির একমাত্র পথ হতে পারে পরিবর্তিত 'জীবন শৈলী শিক্ষা'।
মীনা শেঠী মণ্ডল (Meena Shethi Mondal)-এর উপস্থিতিতে গতকাল 'ব্রহ্মকুমারী ইন্সটিটিউট' (Brahmakumari Institute)-এর তরফ থেকে সিস্টার সুস্মিতা (Sister Susmita) 'জীবন শৈলী শিক্ষা' সম্পর্কিত নানান বিষয়ের উপর প্রাঞ্জল ও মনোজ্ঞ ধারণা দিয়ে বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন।

Comments