লালবাজার অভিযানের জন্য ১৫ নভেম্বর কোলকাতায় বন্ধ থাকবে ট্যাক্সি চলাচল : নওলকিশোর শ্রীবাস্তব


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১০ নভেম্বর '২২):- "ভাড়া বৃদ্ধি, রাস্তায় পুলিসি জুলুমবাজি সহ সাত দফা দাবীকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বর কোলকাতার নগরপাল-এর হাতে স্মারকলিপি তুলে দিতে চলেছে 'এআইটিইউসি' অনুমোদিত দুটো ট্যাক্সি চালক সংগঠন।
দুই ট্যাক্সি চালক সংগঠনের লালবাজার অভিযানের ফলে আগামী ১৫ নভেম্বর কোলকাতার বুকে ট্যাক্সি পরিষেবা অনেকাংশেই বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তথ্যাভিজ্ঞ মহল।

"লালবাজার অভিযানের জন্য আগামী ১৫ নভেম্বর কোলকাতায় বন্ধ থাকবে ট্যাক্সি চলাচল," বলে আজ ঘোষণা করেছেন এআইটিইউসি (AITUC) অনুমোদিত 'ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি' (West Bengal Taxi Operators' Co-Ordination Committee)-র আহ্বায়ক (Convenor) এবং এআইটিইউসি অনুমোদিত 'ন্যাশনাল ফেডারেশন অব ইণ্ডিয়ান রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স' (National Federation of Indian Road Transport Workers)-এর সম্পাদক (Secretary) নওলকিশোর শ্রীবাস্তব (Nawal Kishor Shrivastav)।

আজ অপরাহ্নে কোলকাতা প্রেস ক্লাবে এআইটিইউসি অনুমোদিত 'কোলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম' (Kolkata App Cab Operators Forum)-এর সভাপতি (President) মোঃ মুস্তাক (Md. Mustaque)-কে পাশে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে নওলকিশোর শ্রীবাস্তব এই তথ্য পরিবেশন করেন।
শ্রীবাস্তব জানিয়েছেন, "১৫ নভেম্বর দুপুর ১২ টার সময় কোলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার সংলগ্ন হিন্দ সিনেমার সামনে 'ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি'-র ৩ হাজার ২০০ সদস্য এবং 'কোলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম'-এর ১ হাজার ৬০০ সদস্য তাঁদের পরিবার সহ জমায়েত হবেন।
পরে সেখান থেকে এক প্রতিবাদ মিছিল বেরিয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, বি বি গাঙ্গুলী স্ট্রিট হয়ে লালবাজারের সামনে উপস্থিত হবে।
ওখানে এক বিক্ষোভ সমাবেশের পর কোলকাতা পুলিস-এর নগরপাল (CP Kolkata Police)-এর কাছে সাত দফা দাবী সমেত এক স্মারকলিপি তুলে দেওয়া হবে।"

কোলকাতার দুই ট্যাক্সি চালক সংগঠনের তরফ থেকে দাবী করে বলা হয়েছে, "প্রথম ২ কিলোমিটার ৩০ টাকার বদলে ৫০ টাকা এবং পরবর্তী অতিরিক্ত কিলোমিটারের জন্য ১৫ টাকার পরিবর্তে ২৫ টাকা ভাড়া বৃদ্ধি করতে হবে। এর সাথে প্রতি ২ মিনিট ১২ সেকেণ্ড অপেক্ষার জন্য ১ টাকা ৩০ পয়সার পরিবর্তে ২.৫০ টাকা হারে আদায় করার অনুমতি প্রদান করতে হবে।"

সংগঠনের তরফে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আরো জানানো হয়েছে, "পশ্চিমবঙ্গ সরকারের উপযুক্ত বিভাগের তরফে ট্যাক্সি চালকদের জন্য চার ধরণের লাইসেন্স ইস্যু করা হলেও কোলকাতার ট্রাফিক পুলিস একটা বাদে বাকি তিন ধরণের লাইসেন্সকে স্বীকার তো করেন না উল্টে এর জন্য মামলা দায়ের করে। এই হয়রানিও অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।"

Comments