অসমের গুয়াহাটিতে কারেন্সী চেস্ট খুলল বন্ধন ব্যাঙ্ক


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২ নভেম্বর '২২):- অসম ও উত্তর পূর্ব ভারতে ব্যাঙ্কের কাজ সুচারুভাবে ও সুরক্ষার সাথে করার লক্ষ্যে গত ২৯ নভেম্বর অসমের গুয়াহাটিতে নিজেদের 'কারেন্সী চেস্ট' (Currency Chest)-এর দ্বারোদ্ঘাটন করল 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড' (Bandhan Bank Limited)। পাটনার পর এটা 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর দ্বিতীয় 'কারেন্সী চেস্ট'।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইণ্ডিয়া (Reserve Bank of India)-র কার্যনির্বাহী নির্দেশক (Executive Director) জোস জে কাট্টোর (Josh J Kattoor), আর বি আই-এর উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক নির্দেশক [Regional Director (North East), RBI] সঞ্জীব সিংহ (Sanjeev Singha)-কে সাথে নিয়ে 'কারেন্সী চেস্ট'-এর দ্বারোদ্ঘাটন করেন 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Founder, Managing Director & Chief Executive Officer) চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh)।

এই 'কারেন্সী চেস্ট'-এর মাধ্যমে স্থানীয় অঞ্চলে ব্যাঙ্কের শাখা এবং এটিএমগুলোতে নগদ অর্থের যোগান দিতে সুবিধা হবে।
আশা করা হচ্ছে, এর ফলে গুয়াহাটি সংলগ্ন অঞ্চলে বসবাসকারী ব্যাঙ্কের সকল গ্রাহক বিশেষত যাঁরা ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোগ (Micro, Small, Medium Enterprises)-এর সাথে জড়িত তাঁরা প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহুর্তে অসমে 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর নিজস্ব গ্রাহকের পরিমাণ কমবেশি ২৬ লাখ।






Comments