উৎসব সম্ভার রূপে আলেখ্য উন্মোচন করল তানিষ্ক


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৫ অক্টোবর '২২):- উৎসব সম্ভার (Festive Collection) রূপে তানিষ্ক (Tanishq) উন্মোচন করল 'আলেখ্য' (Alekhya)।
আজ লেকটাউনের শ্রীভূমি অঞ্চল সংলগ্ন এক প্রদর্শনী কক্ষে 'আলেখ্য' উৎসব সম্ভার যৌথভাবে উন্মোচন করেন 'তানিষ্ক'-এর আঞ্চলিক ব্যবসা প্রবন্ধক (পূর্ব) [Regional Business Manager (East)] অলোক রঞ্জন (Alok Ranjan) এবং আঞ্চলিক ব্যবসা প্রধান (পূর্ব) [Regional Business Head (East)] সোমপ্রভ সিং (Somprabh Singh)।

'আলেখ্য' হল আধুনিক সংবেদনশীলতা সম্পন্ন সূক্ষ্মতা, ঐতিহ্য আর সাবেকি ডিজাইনের এক মসৃণ সংমিশ্রণ, যা স্বর্ণ ও আভূষণ কারিগরীকে এক নতুন জীবন দিয়েছে।
'পিচোয়াই চিত্রকলা' (Pichwai Paintings) থেকে শ্রীকৃষ্ণর জীবন সম্পর্কিত বিভিন্ন দৃশ্য ও 'মিনিয়েচার চিত্রকলা' (Miniature Paintings) থেকে মোগল, 
রাজস্থানী ও পাহাড়ি রাজসভার দৃশ্যপটের অনুকরণে রূপ পেয়েছে 'আলেখ্য' শৃঙ্খলার উৎসব আভূষণ সম্ভার।

এই অপূর্ব সম্ভারে আছে চমকপ্রদ ডিজাইন, যার অনুপ্রেরণা হল এই চিত্রকলাগুলোর বিশেষ
কায়দায় আঁকা ফুল, বিস্তারিত কারুকার্য,জটিল 
আঁচড়, পদ্মফুলের কোষ, উজ্জ্বল রং এবং সুসজ্জিত ফ্রেমগুলো।

প্রত্যেকটা গয়না তৈরি করা হয়েছে পিরোই, 
এনামেল ইত্যাদি নানারকম পদ্ধতি ব্যবহার করে,যা এই গয়নাগুলোতে সামান্য আধুনিক গ্ল্যামার 
যোগ করেছে। এছাড়া সোনা ও কুন্দনের 
পদ্ধতিও ব্যবহার করা হয়েছে। এইসব পদ্ধতির 
ব্যবহার এই গয়নাগুলোতে কিছুটা রাজকীয়তা 
প্রদান করেছে।

Comments