নবান্ন সংলগ্ন পথবাসীদের মধ্যে কম্বল ও রাতের আহার বিতরণ করল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৮ অক্টোবর '২২):- কথায় আছে 'প্রদীপের নীচে সবসময়ই অন্ধকার বেশি থাকে', এই কথাকে মাথায় রেখে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)-এর হাওড়া শাখা (Howrah Branch) গতকাল রাতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যালয় (Head Quarter, Government of West Bengal) 'নবান্ন' সন্নিহিত অঞ্চলের পথবাসীদের মধ্যে কম্বল ও রাতের আহার (Blankets & Dinners) বিতরণ করল।

'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছিপরিষদ-এর সদস্য (Trustee Member) ও হাওড়া শাখার প্রধান (Head, Howrah Branch) সৌম্য দলুই (Soumya Dolui) জানিয়েছেন, "ভাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে গতকাল শিবপুর 'বোটানিক্যাল গার্ডেনস' (Botanical Gardens) এবং 'নবান্ন' (Nabanna) সংলগ্ন এলাকার অসহায় বয়োবৃদ্ধ পথবাসীদের মধ্যে শীতবস্ত্র রূপে কম্বল ও রাতের আহার তুলে দেওয়া হয়েছে।"

কম্বল বিতরণ রাতের আহার বিতরণ অনুষ্ঠানের সত্যতা স্বীকার করে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর কর্ণধার কালিদাস কর্মকার জানিয়েছেন, "গতকাল আমাদের হাওড়া জেলা শাখার তরফে ৫০ জন অসহায় বয়োবৃদ্ধ পথবাসীদের মধ্যে শীত বস্ত্র ও রাতের আহার তুলে দেওয়া হয়েছে।"

Comments