চং ইয়াং অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত হলেন কোলকাতায় বসবাসকারী প্রবীণ চীনা নাগরিকবৃন্দ


এম রাজশেখর 

কোলকাতা (৯ অক্টোবর '২২):- 'চং ইয়াং অনুষ্ঠান' (Chong Yang Festival)-এর মাধ্যমে কোলকাতায় বসবাসকারী প্রবীণ চীনা নাগরিকদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সম্মান জানালেন গণ প্রজাতন্ত্রী চীন (People's Republic of China)-এর কোলকাতার কনসাল জেনারেল (Consul General of Kolkata) ঝা লিইউ (Jha Liyou)।
'হুয়াং সাং বৌদ্ধ মঠ' (Huang Tsang Buddhist Monastery) ও কোলকাতার চীনা কনসাল জেনারেল-এর যৌথ উদ্যোগে 'হুয়াং সাং বৌদ্ধ মঠ' (চীনা মন্দির)-এ আজ প্রবীণ চীনা নাগরিকদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।


অনুষ্ঠানে কোলকাতায় বসবাসকারী ৭৫ উর্ধ (Above 75 years) ১২০ জন প্রবীণ চীনা নাগরিক (120 Elderly Chinese Citizens)-এর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সম্মানিত করা হয়। এদিন কোলকাতার চীনা কনসাল জেনারেল ঝা লিইউ বয়োবৃদ্ধ চীনা নাগরিকদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে নিজের হাতে খাদ্য ও পানীয় পরিবেশন করেন।

চীনা বর্ষপঞ্জি অনুসারে নবম মাসের নবম দিন হল শুভদিন (According to the Chinese Calendar, the 9th day of 9th month is a Pious Day)।
'ই জিং' পুস্তকের ভাষ্য অনুযায়ী, ৯ সংখ্যা ইয়াং (Yang) চরিত্রের, চীনা ভাষায় ৯ কে জিউ (Ziu) বলা হয়। যখন বছরের নবম মাস ও নবম দিন একসাথে আসে তখন 'চং ইয়াং উৎসব' (Chong Yang Festival) পালন করা হয়ে থাকে। চীনা শব্দকোষ অনুসারে 'চং' মানে দ্বিগুণ এবং 'জিউ জিউ' (৯ ৯) এর সমার্থক শব্দ স্বাস্থ্য ও দীর্ঘায়ু।

Comments