১ নভেম্বর থেকে গেরুয়া পরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভূগোলের ক্লাস নেবেন জটাধারী সন্ন্যাসিনী রুমকি সরকার


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৫ অক্টোবর '২২):- সম্প্রতি সন্ন্যাস নিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়-(Raygunge University)-এর ভূগোল (Geography)-এর অধ্যাপিকা ডঃ রুমকি সরকার (Dr. Rumki Sarkar)।
শোনা যাচ্ছে আগামী ১ নভেম্বর থেকে গেরুয়া বস্ত্র পরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভূগোলের ক্লাস নেবেন জটাধারী এই সন্ন্যাসিনী।

মোক্ষ তথা পরমাত্মার খোঁজে সন্ন্যাস জীবনের কঠিনতম পথে এগোলেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভুগোলের অধ্যাপিকা ডঃ রুমকি সরকার জানিয়েছেন, "ধর্মীয় জীবনে সন্ন্যাস নিলেও কর্মজীবন এখনই পরিত্যাগ করছি না।"

ডঃ সরকারের সন্ন্যাস নেওয়ার খবর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদাধিকারীগণ কিছুটা হতবাক হলেও, এটা তাঁর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত বলে বিতর্কে জল ঢেলে দিয়েছেন প্রায় সবাই।
ডঃ রুমকি সরকার-এর সন্ন্যাস জীবন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালের উপাচার্য (Vice Chancellor, Raygunge University) ডঃ সঞ্চারি রায় মুখোপাধ্যায় (Dr. Sanchari Roy Mukhopadhyay) বলেছেন, "আমি খবরটা পেয়েছি। তবে আমার সঙ্গে ওঁনার কথা হয়নি।"

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (Register, Raygunge University) দুর্লভ সরকার (Durlav Sarkar) জানিয়েছেন, "জীবনে কে, কোথায়, কিভাবে শান্তি খুঁজে ফেরে, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমার কোনও মন্তব্য নেই। তবে উনি তো বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। সেটা নিয়ে তো কোনও সমস্যা নেই।"

বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য ও আইন বিভাগের ডিন (Deen of Arts, Commerce & Law) ডঃ দীপক রায় (Dr. Depak Roy) বলেছেন, "কে কোথায় দীক্ষা নেবেন, সন্ন্যাস নেবেন তা তো আমরা বলতে পারি না।"

বিভাগীয় অধ্যাপক ডঃ তমাল বসু রায় (Dr. Tamal Basu Roy) বলেছেন, "শিক্ষিকা হিসেবে পড়ুয়াদের কাছে ডঃ সরকার বরাবরই অত্যন্ত জনপ্রিয় এবং শৃঙ্খলা পরায়ন।"

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, "রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভুগোলের অধ্যাপিকা ডঃ রুমকি সরকার অবিবাহিতা। ৩৮ বছরের এই অধ্যাপিকার আদি বাড়ি বর্ধমানে। তিনি ২০১৬ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা পদে যোগ দেন। বাড়িতে বৃদ্ধা মা ও দাদা রয়েছেন। বর্তমানে  তিনি  রায়গঞ্জের বীরনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন।"

ডঃ রুমকি সরকার তাঁর ব্যক্তিগত পরিমণ্ডলে জানিয়েছেন, "১২ বছর আগে বর্ধমানে জনৈক গুরুদেবের কাছ থেকে মন্ত্রদীক্ষা নিয়েছিলাম। সম্প্রতি মা, দাদা ও দিদির সম্মতিতে সন্ন্যাস জীবন বেছে নিলাম।
সন্ন্যাসের নিয়ম মেনেই সন্ন্যাসিনী হয়েছি। সংসারের জীবন ত্যাগ করলেও কর্মজীবনে থাকছি। তবে পরিবারের ক্ষুদ্র পরিসর ছেড়ে এবার বৃহৎ সংসারে থাকব। আমার এই জীবনে আসা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। অনেকদিন ধরে এর মধ্যে ছিলাম।
ব্রহ্মচর্য ছাড়া তো এই জীবনে আসা যায় না, যাঁরা আমাকে কাছের থেকে দেখেছেন তাঁরা জানেন। সন্ন্যাস যোগের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। ঈশ্বরের কৃপায় যোগ মিলল।"

তিনি আরও বলেছেন, "আড়াই বছর আগে মহারাষ্ট্রের নাসিকের থেকে ২০ কিমি দূরে ত্রয়ম্বকেশ্বর গিয়ে গুরুদেবের সঙ্গে কথাবার্তা বলে এসেছিলাম। এবারে গিয়ে যোগ নিলাম।"














Comments