সিঁদুর খেলার মধ্যে দিয়ে শেষ হলো এবারের শারদ সেরা শিরোপা ২০২২


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৮ অক্টোবর ২২):- গতকাল সকালে মানিকতলা ব্লাডব্যাঙ্ক নিকটস্থ 'বিবেকানন্দ সর্বজনীন দুর্গোৎসব' পুজো মণ্ডপে প্রথাগত 'সিঁদুর খেলা' (Sindur Khela, The Festivals of Cinnabar/Vermilion)-র মাধ্যমে শেষ হলো এবারের 'শারদ সেরা শিরোপা ২০২২' (Sharod Sera Shiropa 2022)।
বলে রাখা ভালো, এই বছর শহর কোলকাতা, বৃহত্তর কোলকাতা ও হাওড়া জেলার ১০ টা পুজো আয়োজক সংগঠনকে পৃথক ১০ টা বিভাগে সেরার সেরা হওয়ার জন্য সম্মাননা প্রদান করেছে 'ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট' (Friendzz Media Entertainment) এবং 'ইনার আই পিআর' (Inner Eye PR)।


'শারদ সেরা শিরোপা ২০২২' সম্মান প্রদানের পরেও কেন 'সিঁদুর খেলা'-র মতো বিশেষ ধরণের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন, এই বিষয়ে জানতে চাওয়া হলে পুরস্কার প্রদানকারী সংস্থার তরফ থেকে স্বস্তিকা রায় (Swastika Roy) জানান, "লাল রঙ শক্তির প্রতীক, আবার লাল রঙ প্রেমেরও প্রতীক। শক্তির প্রভাব যেখানে প্রেমহীন হয়ে পড়ে সেখানেই অশুভ শক্তির উৎপত্তি হয়। মহাশক্তির সামনে বর্ণবিদ্বেষ ও ভেদাভেদ-এর মতো সামাজিক 'অশুভ শক্তি'-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেওয়ার কথা স্মরণ করিয়ে দেবার লক্ষ্যেই আমাদের এই সিঁদুর খেলার আয়োজন।"

'ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট' এবং 'ইনার আই পিআর' সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত 'সিঁদুর খেলা'-য় হাজির ছিলেন চলচ্চিত্র প্রযোজক রাজীব গোলচা, 'ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট'-এর তরফে শুভজিৎ বোস, 'ইনার আই পিআর'-এর ব্যবস্থাপক নির্দেশক স্বস্তিকা রায় সহ ঐন্দ্রিলা সাঁতরা, অনুরাধা যাদব সহ স্থানীয় অঞ্চলের মাতৃভক্ত নরনারীগণ।

Comments