শ্যামাপূজার প্রাক্কালে শতাধিক দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র ও আহার্য তুলে দিল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৫ অক্টোবর '২২):- শ্যামাপূজার প্রাক্কালে শতাধিক দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র ও আহার্য তুলে দিল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)-এর বেলদা শাখা (Belda Branch)।
গত ২৩ অক্টোবর সায়াহ্নে পশ্চিম মেদিনীপুরের বেলদায় শতাধিক দরিদ্র নরনারীর হাতে শীতবস্ত্র রূপে কম্বল ও আহার্য বস্তু (Blankets & Foods) তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষে।

'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছিপরিষদ-এর অন্যতম সদস্য তথা বেলদা শাখা-র প্রধান (Trustee member & Branch Head Belda) ডেভিড কিশোর হেমব্রম (David Kishore Hembram) জানিয়েছেন, " 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর সেটলর কালীদাস কর্মকার, অছিপরিষদ-এর অন্যতম সদস্য তথা হাওড়া শাখার প্রধান সৌম্য দলুই সহ কেন্দ্রীয় ও বেলদা শাখার একাধিক সদস্যবৃন্দর উপস্থিতিতে স্থানীয় এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শতাধিক গ্রামীণ নরনারীর হাতে শীতবস্ত্র রূপে কম্বল ও আহার্য বস্তু তুলে দেওয়া হয়েছে।"

ঘটনার সত্যতা স্বীকার করে কোলকাতা থেকে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর সেটলর কালীদাস কর্মকার দূরভাষের মাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমাদের বেলদা শাখার বরিষ্ঠ সদস্য তথা শিক্ষক শম্ভুনাথ হেমব্রম-এর ইচ্ছাকে সম্মান জানাতে আগামী দিনে আমাদের বেলদা শাখার সদস্যরা প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে প্রকৃত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র সহ অন্যান্য বস্তু তুলে দেবেন।"

Comments