মহাসপ্তমীর পুণ্য তিথিতে উঁচুপোতা গ্রামের মানুষদের অন্য ও বস্ত্র দান করল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন

হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২ অক্টোবর '২২):- 'গান্ধী জয়ন্তী' (153rd Birth Day of M K Gandhi) এবং বাঙালীর শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গাপুজো (Worship of Goddess Durga)-র মহাসপ্তমী তিথির পুণ্যলগ্নে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন উঁচুপোতা গ্রাম (Village Unchupota)-এর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের আবালবৃদ্ধবনিতার হাতে অন্ন (Midday meal) ও পোশাক (Shirts/Dress) তুলে দিল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)।


'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর কর্ণধার কালিদাস কর্মকার (Kalidas Karmakar) জানিয়েছেন, "উঁচুপোতা গ্রামের 'আমরা সবাই ক্লাব' (Aamra Sabai Club)-এর আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুচারুভাবে এই জনহিতকর কার্য সম্পন্ন হয়েছে।"


'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছিপরিষদ-এর অন্যতম সদস্য তথা সম্পাদক সৌম দলুই (Souma Dolui) জানিয়েছেন, "উঁচুপোতা গ্রামের পঞ্চায়েত সদস্য গোবিন্দ বিশ্বাস, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা সমাজসেবী সুকুমার দে, শক্তিপদ পাঠক, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সুস্মিতা চক্রবর্তী, কীর্তন শিল্পী মাধবী পাল সহ উঁচুপোতা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠান সার্বিকভাবে সফল হয়েছে।" 


'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর অছিপরিষদ-এর অন্যতম সদস্য তথা কোষাধ্যক্ষ ডেভিড কিশোর হেমব্রম (David Kishore Hembram) জানিয়েছেন, "আজ দেড় শতাধিক আবালবৃদ্ধবনিতা-র মুখে দ্বিপ্রহরের আহার সহ স্থানীয় শিশু ও কিশোর কিশোরীদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।" 

Comments