বাজারে এসেছে নোকিয়া জি ১১ প্লাস


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৭ অক্টোবর '২২):- ভারত যখন ফাইভ জি (5G) নেটওয়ার্কের পথে এগোচ্ছে, ঠিক সেই সময়ে নব প্রজন্মের গ্রাহকদের মন পাওয়ার জন্য গত ৭ অক্টোবর নোকিয়া (Nokia) মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা এইচ এম ডি গ্লোবাল (HMD Global) ভারতের বাজারে আনল তাদের অত্যাধুনিক মোবাইল ফোন 'নোকিয়া জি ১১ প্লাস' (Nokia G11 Plus)।

'এইচ এম ডি গ্লোবাল'-এর তরফ থেকে সহাধ্যক্ষ সন্মিত সিং কোছার [Sanmit Singh Kochar (Vice President)] এক লিখিত প্রেস বিবৃতিতে জানিয়েছেন, 'একবার চার্জ দিলে এই মোবাইল ফোনের ব্যাটারি চলবে তিনদিন, এছাড়াও এই সেটের সাথে পাওয়া যাবে তিন বছরের মাসিক সিকিউরিটি আপডেট।'

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 'এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা যা এ এল প্রযুক্তি (Al Technology)-তে চলে। যে কোনো তীব্রতার আলোতেই এই ক্যামেরার মাধ্যমে পরিষ্কার ও ঝকঝকে ছবি উঠবে।'
ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচ ডি+ ডিসপ্লে স্ক্রিন (6.5"HD+ Display Screen)।

'লেক ব্লু' এবং 'চারকোল গ্রে' রঙে উপলব্ধ 'নোকিয়া জি ১১ প্লাস' শৃঙ্খলার মোবাইল ফোনের দাম শুরু হচ্ছে ১২,৪৯৯ টাকা থেকে।

প্রসঙ্গত বলে রাখা ভালো, গত মাসের শেষদিকে 'এইচ এম ডি গ্লোবাল' ভারতের বাজারে এনেছিল নোকিয়া টি ১০ ওয়াই-ফাই (Nokia T10 Wi-Fi), ১৫ই অক্টোবর থেকে নোকিয়া টি ১০ এলটিই (Nokia T10 LTE)-ও সমস্ত খুচরো বিক্রেতাদের কাছে পাওয়া যাচ্ছে।
(Nokia T10 ৩/৩২ জিবি LTE) ১২,৭৯৯ টাকা
(Nokia T10 ৪/৬৪ জিবি LTE) ১৩,৯৯৯ টাকা

https://we.tl/t-VDOy7mDR6H

Comments